তারেক-মিশুককে স্মরণ ও ‘চলচ্চিত্রযাত্রা’র পর্যালোচনা
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ, শহীদ মুনীর চৌধুরীর ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পার্ট-টাইম অধ্যাপক, চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীর মারা গিয়েছেন। তাদের সঙ্গে আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হয়েছেন।
বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। কোনোভাবেই পূরণ হবার নয়।
তাদের স্মরণে চলচ্চিত্র আন্দোলনের কমীদের সংগঠন ‘মুভিয়ানা ফিল্ম সোসাইটি’ তারেক ও মিশুক মুনীর মাসুদ স্মরণে তারেক মাসুদের গ্রন্থ ‘চলচ্চিত্রযাত্রা’র পাঠ-পর্যালোচনা করেছে।
ঢাকার পাঠক সমাবেশ কাঁটাবন বিক্রয় কেন্দ্রে আলোচনা করেছেন তারেক মাসুদের বই ও তার জীবন নিয়ে স্ত্রী ক্যাথরিন মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, সমালোচক মুনিরা শরমিন।
সভাপতিত্ব করেছেন মুভিয়ানার সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
আয়োজন সঞ্চালনা করেছেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।
ওএফএস।