আজ মুক্তি পাচ্ছে ২ সিনেমা

‘যাও পাখি বলো তারে’ এবং ‘হৃদিতা’ সিনেমা দুটি মুক্তি পাচ্ছে আজ শুক্রবার (৭ অক্টোবর)। একইদিন মুক্তি পাওয়া এই সিনেমা দুটির হল সংখ্যা সমান। দুটি সিনেমাই ২১টি করে সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
হলের তালিকা প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছেন দুই সিনেমা সংশ্লিষ্টরা।
নিটোল প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘যাও পাখি বলো তারে। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে রাশেদ মামুন অপু, সুব্রত, বড়দা মিঠু, রেবেকা, মিলি বাশার প্রমুখ।
জাহিদ হাসান অভির দি অভি কথাচিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।
অন্যদিকে ‘হৃদিতা’ সিনেমায় অভিনয় করেছেন আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী। তার সঙ্গে জুটি হয়েছেন এবিএম সুমন। এতে আরও আছেন সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, আরজুমান্দ আরা বকুল প্রমুখ।
আনিসুল হকের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ইস্পাহানী আরিফ জাহান। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল।
এএম/আরএ/
