আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি: শাকিব খান

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। এই মুহূর্তে মিডিয়ার সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনা তাকে ঘিরেই। কারণটা ইতোমধ্যেই জেনে গেছে দেশের সকল মানুষ।
বিশেষ করে চিত্রনায়িকা বুবলী তার বেবিবাম্পের ছবি, বিয়ে ও সন্তানের খবর এবং ছবি প্রকাশ করার পর থেকেই এই সমালোচনা হয়েছে আরও তীব্র থেকে তীব্রতর।
শাকিব খানের ক্ষেক্রে এ ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও ঘটেছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গেও। এত কিছুর পরও মুখ খুলেননি শাকিব খান।
এবার দেশের একটি গণমাধ্যমের কাছে সাক্ষাৎকারে মুখ খুলেছেন শাকিব খান। সেখানে শাকিব খান বলেন, ‘আমি তো এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে কি আমি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে। আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই গুঞ্জন। আর তা না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত।’
বুবলীর সঙ্গে বাকি জীবন কাটাতে চান কি না এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।
এএম/এমএমএ/
