আসছে ‘রাগী’

নির্মাতা মিজানুর রহমান মিজান পরিচালিত সিনেমা ‘রাগী’। রাজধানীসহ সারাদেশে আগামী ১৪ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর শুটিং ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, প্রদর্শকসহ রাগী’ সিনেমার পুরো টিম।
এই সিনেমায় অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক আবির চৌধুরী, চিত্রনায়িকা আঁচল, মৌমিতা মৌ। এই সিনেমায় ক্যারিয়ারের প্রথম খল চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন চিত্রনায়িকা মুনমুন।
আবির চৌধুরী বলেন, ‘দর্শক যদি আমাদের সিনেমা দেখে এবং আমরা যদি আমাদের লগ্নী উঠিয়ে আনতে পারি তাহলে এদেশের দর্শককে দক্ষিণ ভারতের সিনেমার দিকে তাকাতে হবে না। সে চাহিদা আমরা পূরণ করতে পারব।’
চিত্রনায়িকা আঁচল আঁখি বলেন, ‘আমাদের দেশে নায়ক বলতে চকোলেট বয়ের মতো হবে, এমন একটি ধারণা প্রতিষ্ঠিত আছে। নায়ক আবির চৌধুরী সেটাকে ভুল প্রমাণ করেছেন। আশা করি আমাদের এই সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন প্রমুখ।
পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘অ্যাকশন থ্রিলার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। আমার চেষ্টা করেছি ভালো একটি সিনেমা নির্মাণ করার। বাকীটা দর্শকরা দেখেই বিচার করবে। তবে সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
এএম/এমএমএ/
