আমেরিকার ভিসা পেয়ে উচ্ছ্বাসিত পূজা চেরি

আমেরিকায় যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। দীর্ঘদিন থেকেই এ নিয়ে আলোচনায় তিনি। তবে আমেরিকা যাওয়া নিয়ে কখনো মুখ খুলেননি এই নায়িকা। দীর্ঘদিন ধরেই দেশটির ভিসা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এবার তিনি নিজেই জানালেন আমেরিকা যাওয়ার কথা।
অবশেষে আমেরিকার ভিসাও পেয়েছেন পূজা চেরি। রবিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে নিজেই এ তথ্য জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পূজা চেরি। পূজার সঙ্গে আমেরিকার ভিসা হয়েছে তার মায়েরও।
ভিসার ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘অবশেষে আমরা এটা পেয়েছি।’
তবে পূজা চেরির আমেরিকা যাওয়ার পেছনে হাত রয়েছে চিত্রনায়ক শাকিব খানের এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে মিডিয়াপাড়ায়। কারণ, তিনি নাকি চুটিয়ে প্রেম করছেন ঢাকাই সিনেমার এই নায়কের সঙ্গে। তাকে নিয়েই নাকি বুবলীর সঙ্গে জটিলতা তৈরি হয়েছে শাকিব খানের।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি শাকিব, বুবলী বা পূজা চেরি।
এএম/এমএমএ/
