ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী সাবার লিগ্যাল নোটিশ
অভিনেত্রী সোহানা সাবার সেলিব্রেটি টক শো ‘আড্ডা উইথ সোহানা সাবা’। এই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়েছে। এবার এই অনুষ্ঠানটি অনুমতি ছাড়াই অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করায় ক্ষতিপূরণ চেয়ে দুই প্রতিষ্ঠানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এ অভিনেত্রী। প্রতিষ্ঠান দুটি হলো- এম/এস ইনসটিচ স্টুডিও ও রবি আজিয়াটা লিমিটেড।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সোহানা সাবার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মজিবুল কামাল এ লিগ্যাল নোটিশ পাঠান। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মজিবুল কামাল নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এ নোটিশের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের কাছে কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, অভিনেত্রী সোহানা সাবা ৪ বছর আগে তারকালয় ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামে একটি সেলিব্রেটি টকশো নির্মাণ শুরু করেন। যা এম/এস ইনসটিচ স্টুডিও ও রবি আজিয়াটা লিমিটেড পরবর্তীতে আরও অনেক ডিজিটাল প্লাটফর্মে সাবার অনুমতি ছাড়া ব্যবহার করেছে। এতে জানা-অজানা অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে। তবে টকশোটি সাবার কপিরাইট করা এবং যার সার্টিফিকেটগুলোর নম্বর যথাক্রমে সিআরএস ২৭০৪৮, ২৭০৮৫, ২৭০৮৬, ২৭০৮৭ ও ২৭০৮৮।
এম/এস ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড সোহানা সাবার কোনো সম্মতি ও লাইসেন্স ছাড়া অনুষ্ঠানগুলো অনলাইন এবং অফলাইন বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করেছে। যা আইন অনুযায়ী কপিরাইট আইন ২০০০ (সংশোধিত ২০১০) এর ৭১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
এ সম্পর্কে সোহানা সাবা বলেন, ‘আমার কনটেন্ট তারা আমার অনুমতি ছাড়াই ব্যবহার করেছে। আমাকে এজন্য কোনো অর্থ দেওয়া হয়নি। ঘটনার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আমি বিচার চাই।’
এএম/এসজি