৩৫ হলে চলছে ‘অপারেশন সুন্দরবন’

দীপংকর দীপন পরিচালিত আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। রাজধানীসহ দেশের ৩৫টি সিনেমা হলে এটি মুক্তি পেয়েছে শুক্রবার (২৩ সেপ্টেম্বর)।
সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বনিক, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়া প্রমুখ।
সুন্দরবন বাঁচানোর লড়াইয়ে র্যাবের সাফল্য গাঁথার রোমাঞ্চকর অভিযান তুলে ধরা হয়েছে এই সিনেমায়।
সিনেমাটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘আমাদের অনেক দিনের পরিশ্রমের ফল এই সিনেমা। সুন্দরবনে আগে শুটিং করার কোনো অভিজ্ঞতা ছিল না। অফিসিয়াল ডেকোরাম মেইন্টেইন করে বুট ও আর্মস নিয়ে অ্যাকশন সিকোয়েন্স কন্টিনিউ কাজ করা খুব চ্যালেঞ্জিং ছিল। সুন্দরবনকে আমরা আমাদের সিনেমায় ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
এএম/এসজি
