হুমায়ূন সাধুকে উৎসর্গ করে বিউটি সার্কাসের গান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর। মাহমুদ দিদার পরিচালিত এ সিনেমার মুক্তি উপলক্ষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে এই সিনেমার দ্বিতীয় গান।
অ্যাশেজ ব্যান্ড-এর জুনায়েদ ইভানের কণ্ঠে নতুন এই গানের শিরোনাম ‘নিরুদ্দেশ’। প্রকাশিত এই গানটি ২০১৯ সালে পৃথিবীর মায়া ত্যাগ করা অভিনেতা প্রয়াত হুমায়ূন সাধুকে উৎসর্গ করা হয়েছে।
এই সিনেমার পরিচালক অবশ্য আগেই জানিয়েছিলেন ‘বিউটি সার্কাস’ সিনেমাটি উৎসর্গ করা হবে হুমায়ূন সাধুকে। সার্কাসের গল্প নিয়ে নির্মিত হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা। এতে জয় আহসান অভিনয় করেছেন সার্কাসকন্যা বিউটি চরিত্রে। হুমায়ূন সাধু অভিনয় করেছেন জয়া আহসানের ভাইয়ের চরিত্রে।
এ সম্পর্কে পরিচালক মাহমুদ দিদার বলেন, সিনেমার টানে ‘নিরুদ্দেশ’ হওয়ার পালা এবার...। ২০১৯ সালে হঠাৎই মারা যান হুমায়ুন সাধু। তিনি দারুণ একটি চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটিতে। তাকে হারিয়ে আমরা শোকাহত। তার প্রতি সম্মান জানাতেই এ সিদ্ধান্ত। তাই হুমায়ূন সাধুকে উৎসর্গ করেছি এই গানটি।’
জয়া আহসান, হুমায়ূন সাধু ছাড়াও আরও অভিনয় করেছেন নায়ক ফেরদৌস, এবিএম সুমন, গাজী রাকায়েত, ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
এএম/এমএমএ/
