শুভ জন্মদিন অমর নায়ক সালমান শাহ
বাংলা চলচ্চিত্র জগতের নায়ক সালমান শাহ। মৃত্যুর দুই যুগ পরও তাকে নিয়ে চর্চা হয় নিয়মিত। দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ও আবেদনে একটুও ভাটা পড়েনি। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে আছে এই নায়কের স্নিগ্ধতা।
ক্ষণজন্মা এই নায়কের জন্মদিন আজ ১৯ সেপ্টেম্বর। বেঁচে থাকলে এবার তিনি ৫১ পেরিয়ে ৫২ বছরে পা রাখতেন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। সালমানের পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন।
সালমান শাহ পড়াশুনা করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। ১৯৯৩ সালে সালমান-মৌসুমী জুটি বেঁধে অভিনয় করেন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে। সেই ছবির সাফল্যের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করেন সালমান শাহ। সেগুলোর প্রায় সবগুলোই সুপারহিট।
সালমান শাহের সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের জুটি ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সেরা জুটিও বলেন অনেকে। এই জুটির প্রতিটি ছবিই সুপারহিট।
চলচ্চিত্রে অভিষেকের আগের বছর অর্থাৎ ১৯৯২ সালের ১২ আগস্ট সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ মারা যান। তার বাসা থেকে উদ্ধার করা হয় ঝুলন্ত মৃতদেহ। নায়কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেই শোক সইতে না পেরে আত্মঘাতী হন বেশ কয়েকজন তরুণ-তরুণী, এমন খবর তখন সারাদেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।
সালমানবিহীন এদেশে আজও আয়োজন করে তার জন্মদিন উদযাপন করে তার অগুণিত ভক্তরা। যা অন্য কোনো প্রয়াত নায়কের বেলায় চোখে পড়ে না কখনো।
এএম/এসএন