৩৪ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বীরত্ব’

রাজধানীসহ দেশের ৩৪ সিনেমা হলে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে সিনেমা ‘বীরত্ব’। সাইদুল ইসলাম রানার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা নিপুণ, নবাগতা সালওয়া, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, মনিরা মিঠু, মুনতাহা এমিলিয়া প্রমুখ।
পিংপং এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমা নিয়ে নিপুণ বলেন, ‘৩৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে বীরত্ব। এ সিনেমায় আমি খুব চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছি। কাজটি করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। দারুণ একটি সিনেমা হয়েছে। দর্শকদের বলব আপনারা হলে এসে সিনেমাটি দেখুন। আমার বিশ্বাস আপনারা নিরাস হবেন না। আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে।’
সম্প্রতি ‘বীরত্ব’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। এরপরই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে আলোচনা শুরু হয়।
এএম/এসজি
