প্রেম, পরকীয়া ও আবেগ মিশ্রিত ‘লাইভ’ প্রশংসিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দেশের চারটি সিনেপ্লেক্সসহ ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই জুটি অভিনীত নতুন সিনেমা ‘লাইভ’।
সাইকো থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত এটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। সিনেমাটিতে ভিন্ন ধরনের গল্পে অভিনয় করে দর্শকদের কাছে নুতনরূপে হাজির হয়েছেন এই তারকাদ্বয়।
বাণিজ্যিক ঘরনার সিনেমায় কাজ করা এই জুটি ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন। স্ক্রিনে তাদেও সাবলীল অভিনয় উপস্থাপনা দর্শকদের মন কেড়েছে।
সিনেমা শেষে দর্শকরা বললেন, অন্য এক সাইমন-মাহিকে দেখলাম। তাদেরকে এমন ভিন্ন গল্পে আরও বেশি কাজ করানো উচিত।
এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ, শিবা শানু, খাইরুল বাশার, সাবেরী আলম, আমিন সরকার প্রমুখ।
এএম/এমএমএ/
