যেখানে আছো ভালো থেকো সুখে থেকো: শাবনূর

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ’র ২৬তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)। তার মৃত্যুবার্ষিকীতে ভক্ত-অনুরাগীরা শ্রদ্ধাভরে স্মরণ করছে এই নায়ককে।
৩ বছর ৫ মাস ১২ দিনের ক্যারিয়ারে সালমান শাহ কাজ করেছেন ২৭টি সিনেমায়। তার মধ্যে সালমানের ১৪টি সিনেমার নায়িকা ছিলেন শাবনূর।
বর্তমানে শাবনূর তার ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখান থেকেই সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন এ নায়িকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালমান শাহ’র সঙ্গে তিনটি ছবি প্রকাশ করে আবেগী এক স্ট্যাটাস দিয়েছেন শাবনূর। সেখানে তিনি লিখেন, ‘অমর নায়ক সালমান শাহ’র ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নায়ক যেখানে আছো ভালো থেকো সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক, আমিন। ’
এএম/এসজি
