ফারুকীর সঙ্গে ওমর সানী ও পলাশ

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনচিত্রে তার নির্মাণ কারিশমা দিয়ে সবার কাছে হয়ে উঠেছেন অনন্য।
এদিকে চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক নির্মাতার সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশে অনেক গুণী নির্মাতার নামই রয়েছে তার কাজের ঝুলিতে। এবার প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় কাজ করলেন এই চিত্রনায়ক। এখানে ওমর সানীর সহশিল্পী হিসেবে কাজ করেছেন জিয়াউল হক পলাশ।
জানা যায়, কোন সিনেমায় নয়, ফারুকীর নির্দেশনায় আর্থিক লেনদেন করার একটি অ্যাপসের বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে এই দুই অভিনেতাকে।
প্রথম কাজের অভিজ্ঞতায় বেশ মুগ্ধ হয়ে ওমর সানী বললেন, ‘ফারুকী এক কথায় অসাধারণ!’
কাজের অভিজ্ঞতা শেয়ার করে সানী বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী এক কথায় অসাধারণ। তার সঙ্গে প্রথম কাজ করলাম। সহশিল্পী ছিল পলাশ। কাজটি করে তৃপ্তি পেয়েছি। ধন্যবাদ ফারুকীর ছবিয়াল টিমকে।’ বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন প্রচার মাধ্যমে অবমুক্ত হবে বলে জানান ওমর সানী।
এএম/এমএমএ/
