পেছাতে পারে বিউটি সার্কাসের মুক্তি!
জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত এই সিনেমা কবে মুক্তি পাবে এই নিয়ে শুরু হয়েছে নানান প্রশ্ন। সিনেমাটি মুক্তির জন্য ২৩ সেপ্টেম্বর তারিখটি বরাদ্দ চেয়ে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে আবেদন করা হয়েছে। অর্থাৎ বরাদ্দকৃত তারিখ অনুযায়ী ২৩ সেপ্টেম্বরই মুক্তি পাবে সিনেমাটি।
তবে পরিচালক মাহমুদ দিদার ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘মুক্তির জন্য ২৩ সেপ্টেম্বর তারিখ বরাদ্দ নেওয়া হলেও আরও এক সপ্তাহ বেশি সময় লাগতে পারে সিনেমাটি মুক্তি দিতে। কারণ, প্রমোশনের জন্য একটু সময় লাগতে পারে। জয়া আপা প্রমোশনের জন্য পুরোপুরি সময় দেবেন।’
জয়া আপার অন্যান্য ব্যস্ততা আছে। তাই এক সপ্তাহ বেশি সময় লাগতে পারে। মুক্তির চূড়ান্ত তারি আরও দুই তিনদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সবাইকে আমরা জানাতে পারব, যোগ করেন তিনি।
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র হলেও দীর্ঘ প্রস্তুতি ও অর্থ সংকট কাটিয়ে ‘বিউটি সার্কাস’ নির্মাণ করেন মাহমুদ দিদার। ২০০ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন নির্মাতা।
এজন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন তিনি।
এতে জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত মনিসা অর্চি প্রমুখ।
এএম/এমএমএ/