শনিবার বিকেল’ নিয়ে মুখ খুললেন আফজাল হোসেন
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। সিনেমাটি নির্মাণের পর সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় সাড়ে তিন বছর ধরে। বিশেষ কোনো কারণ না দেখিয়েই সিনেমাটি আটকে দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের সেন্সর বোর্ড।
এ নিয়ে সম্প্রতি সরব হয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীদের পাশাপাশি সাধারণ দর্শকরাও।
এবার সেই তালিকায় যুক্ত হলো দেশের কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ‘শনিবার বিকেল’র ছাড়পত্র দিতে সেন্সর বোর্ডের উদ্দেশ্যে অনুরোধ করে আফজাল হোসেন তার ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) নিজের ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকীর একটি ছবি শেয়ার করেন ক্যাপশনে লিখেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী অত্যন্ত প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা।
বিরাট পৃথিবীর চলচ্চিত্রের উঠোনে তার চলচ্চিত্র নিয়ে আগ্রহ তৈরী হয়েছে। এমন অর্জনের জন্য বিশেষ যোগ্যতা থাকতে হয়। এই বিশেষ যোগ্যতা তরুণ প্রজন্মের অনেকের রয়েছে বলে বাংলাদেশের নাম বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সগৌরবে উচ্চারিত হয়।
চলচ্চিত্র, সঙ্গীত, শিল্প সাহিত্য, সংস্কৃতির শক্তিতেই দেশ ও দেশের মানুষ কতখানি সমৃদ্ধ তার প্রমাণ মেলে। ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ অনেকদিন ধরে আটকা পড়ে আছে। শিল্পের বেলায় আটক শব্দটা খুব বিচ্ছিরি ঠেকে। শিল্পী আঁকবার সময়, লিখতে বসে লেখক বা চিত্রনির্মাণের আগে যদি নির্মাতাকে আটকানো মানুষদের চেহারা ভেবে নিতে হয়-তা দুর্ভাগ্য ও দুর্ভোগের।’
আফজাল হোসেন আরও লিখেন, ‘কোনো সৃজনশীল মানুষ দ্বারা কখনোই মানুষের অনিষ্ট ঘটাননি। সৃজন দ্বারা চিরকালই মানুষের উপকার হয়েছে।’
দেশে মুক্তির অনুমতি না পেলেও ইতোমধ্যে ‘শনিবার বিকেল’ মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভালসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। এরমধ্যে মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ছবিটি দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কার অর্জন করে।’
বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। সিনেমাটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। এতে রয়েছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানিসহ অনেকে।
এএম/এমএমএ/