যুক্তরাষ্ট্রে ৯ মাস থেকেও ভুল ইংরেজি বলে ভাইরাল শাকিব

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান। দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে বসবাস করে দেশে ফিরেছেন আজ বুধবার ( ১৭ আগস্ট)।
বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। শাকিব খানকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের বাইরে ভক্তরা অপেক্ষা করছিলেন। গাড়িতে ফেরার পথে সংবাদকর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি।
এসব কিছু ছাপিয়ে ভুল ইংরেজি বলে ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায় তিনি। অনেকেই বলছেন দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে থেকেও যদি এমন ভুলভাল ইংরেজি বলে তাহলে তারকাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় অনেকাংশেই।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা যায়, শাকিব খান ফেরার সময় একজন সংবাদকর্মী মাইক্রোফোন এগিয়ে দিয়ে তাঁর দেশে ফেরার অনুভূতি জানতে চান। এ সময় শাকিব গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলেন, ‘আমি খুব এক্সাইটমেন্ট।’
মঙ্গলবার নিউইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান। আজ দুপুর ১২টা ৩৮ মিনিট দেশের মাটিতে পা রাখেন এই নায়ক।
এএম/এমএমএ/
