অনন্ত জলিলের কথায় আমার কিছু যায় আসে না: মিশা সওদাগর
অনন্ত জলিল অভিনীত সিনেমা ‘দিন দ্য ডে’ মুক্তির পর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। প্রশ্ন ও পাল্টা প্রশ্নবানে জর্জরিত করছেন একজন আরেকজনকে। এ নিয়ে তৈরি হয়েছে তুমুল তর্ক- বিতর্ক।
সম্প্রতি মিশা সওদাগরের একটি মন্তব্যকে ঘিরে এই তর্কের ঝড় যেন থামছেই না। এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন অনন্ত জলিলও। সেখানে তিনি মিশা সওদাগরকে নিয়ে নানান মন্তব্য ও অভিযোগ করেছেন নানাভাবে।
এ সম্পর্কে মিশা সওদাগর ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘অনন্ত জলিলের বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ এটা তার ব্যক্তিগত মতামত। অনন্ত জলিল আমাকে মিশা সওদাগর বানায়নি। যারা আমাকে মিশা সওদাগর বানিয়েছে তারা আমার সম্পর্কে মন্তব্য করতে পারে। আমাকে পরিচালক, প্রযোজক, দর্শকরা মূল্যায়ন করতে পারবে। তাকে আমি বলছি, ১২০ কোটি টাকার সিনেমা বাংলাদেশে কোনো কাজে আসবে না। তিনি যদি ওই টাকা দিয়ে স্টুডিও ও প্রোডাকশন হাউস বানায় তাহলে বরং কাজে লাগবে। যেখানে পরিচালক ও অন্য শিল্পীরা কাজ করবে। আর তিনি যদি ১০টা সিনেপ্লেক্স বানায় তাহলে দেশের সিনেমায় তার নাম সবাই শ্রদ্ধাভরে মনে রাখবে। আমার কথা অনন্ত জলিল বুঝেইনি মনে হয়।’
মিশা সওদাগর আরও বলেন, ‘অনন্ত জলিল আমাকে কী মূল্যায়ন করল সেটা আমার মাথায় নেই। আমি আসলে কী এটা দেশের মানুষ জানে, দর্শকরা জানে। তিনটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। পাশাপাশি অনেক পুরস্কারও পেয়েছি। আমি ৩০-৩৫ বছর ধরে অভিনয় করে যাচ্ছি। সিনেমায় আমার কনট্রিবিউশন না থাকলে অনন্ত জলিল তার সিনেমায় আমাকে নিয়েছে কেন? আমি তার যে তিনটা সিনেমায় আগে কাজ করেছিলাম সেগুলো কিন্তু ভালো চলেছে। আর অনন্ত জলিল পেশাদার অভিনেতা না। তাই তার কথায় আমার কিছু যায় আসে না।’
এএম/এসজি/