অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পায় গত বছরের ৩ ডিসেম্বর। এই সিনেমার দ্বিতীয় কিস্তির নাম ‘ব্ল্যাক ওয়ার’। জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত এই সিক্যুয়েলটি ঈদে মুক্তির কথা থাকলেও তা পিছিয়েছে। এবার জানা গেলো আগামী অক্টোবর মাসেই সিনেমাটি মুক্তি পাবে।
এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালকদ্বয় সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। তারা দু’জনই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার কওে মুক্তির ঘোষণা দিয়েছেন।
আরিফিন শুভসহ এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, প্রমুখ।
কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।
এএম/এমএমএ/
