প্রসেনজিৎকে নিয়ে উচ্ছ্বাসিত সিয়াম

ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এবার তিনি কাজ করতে যাচ্ছেন কলকাতার সিনেমায়। এই সিনেমার নাম চূড়ান্ত না হলেও অভিনেতা-অভিনেত্রীরা চূড়ান্ত হয়েছে।
এতে সিয়ামের সঙ্গে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , শ্রাবন্তী ও আয়ুষী তালুকদার। এর কাজের জন্য বর্তমানে কলকাতায় রয়েছেন সিয়াম। সেখানে প্রসেনজিৎ, শ্রাবন্তী ও আয়ুষী তালুকদারের সঙ্গে দেখা হয়েছে তার।
গত ৩ আগস্ট রাতে প্রসেনজিৎ-এর সঙ্গে একটি ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করে সিয়াম ক্যাপশনে লিখেন, ‘দারুণ কিছু মুহূর্ত কাটল তার সঙ্গে। এত বিনয়ী একজন মানুষ! খুবই এক্সাইটেড যে বুম্বাদার সঙ্গে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছি। তিনি আমার আম্মুর ভীষণ পছন্দের একজন মানুষ। আর তার সঙ্গে একই ছবিতে কাজ করব, এতে আম্মুও অনেক খুশি। এমন একজন কিংবদন্তির সঙ্গে কাজ করব, অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি।’
জানা গেছে, সিনেমাটি পুরো শুটিং হবে লন্ডনে। গল্পের প্রেক্ষাপটও লন্ডন। সিনেমাতে প্রসেনজিৎ লন্ডনের একজন ব্যবসায়ী ও তার স্ত্রীর চরিত্রে শ্রাবন্তীকে দেখা যাবে। আয়ুষীকে কাজ করতে দেখা যাবে প্রসেনজিতের অফিসে। এই তিন চরিত্রের সঙ্গে যোগ দেবেন সিয়াম।
এএম/এমএমএ/
