বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | ৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যু, মামলার জালে ফাঁসলেন আল্লু অর্জুন

ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন তার বহুল প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ার উপলক্ষ্যে আইনি জটিলতায় পড়েছেন। হায়দরাবাদে আয়োজিত এই প্রিমিয়ারে ভক্তদের অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়ির কারণে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে, যেখানে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ছবির নায়ক আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

হায়দরাবাদ পুলিশের এক বড় কর্তা বলেছেন, নিহত ওই নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই রুজু হয়েছে মামলা। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। তার কথায়, ‘থিয়েটারের ভেতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে আইন মেনে।’

গত বুধবার রাতে হায়দরাবাদে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ছিল ভিড় উপচে পড়া ভিড়। এমনকি, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ।

পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে, যখন থিয়েটারের সামনে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি সেই নারীর। তার ৯ বছরের বালিকা কন্যাও গুরুতর আহত। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Header Ad
Header Ad

এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

শপথ নেওয়ার আগেই এবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের ওপরও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নিজের বাসভবন মার-এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে।

ভারত ও ব্রাজিলের প্রসঙ্গ তুলে ধরে ট্রাম্প বলেন, তারা প্রায় সব ক্ষেত্রেই আমেরিকান পণ্যের ওপর ওপর অধিক কর চাপায়। অথচ এতদিন আমরা ওদের ওপর কোনো কর চাপাইনি।

বিজ্ঞাপন
তিনি বলেন, বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায় তবে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের ওপর শুল্ক চাপাক তাতে সমস্যা নেই, কিন্তু আমরাও চাপাবো।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন, যদিও তিনি এখনো প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। আগামী ২০ জানুয়ারি তার শপথ গ্রহণের দিন। তবে শপথ নেওয়ার আগে ট্রাম্প ভারত ও ব্রাজিলকে বাণিজ্য সংক্রান্ত হুমকি দিয়েছেন।

Header Ad
Header Ad

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দুই বছর আজ

ছবি: সংগৃহীত

দুই বছর আগের এই দিনটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে চিরস্মরণীয়। ১৮ ডিসেম্বর ২০২২, ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে এই দিনেই। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্ব দেখেছিল এক রুদ্ধশ্বাস ফাইনাল। সেই মহাকাব্যিক লড়াইয়ে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে আর্জেন্টিনা তুলে নেয় বিশ্বকাপের সোনালি ট্রফি।

পুরো ফুটবল দুনিয়ার সাফল্য একদিকে, বিশ্বকাপ অন্যদিকে। সেই একটি শিরোপার জন্য আর্জেন্টিনার অপেক্ষা ছিল বহু বছরের। লিওনেল মেসির অপেক্ষাটা আরও বড়। এক জীবনে ফুটবল ক্যারিয়ারের যা জেতার সব জিতেও একটি সোনালি ট্রফির জন্য ক্যারিয়ারজুড়ে অপূর্ণতা ভর করেছিল তার।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা ছোঁয়া দূরত্বে গিয়েও জেতা হয়নি সোনালি ট্রফিটি। ফাইনালে অতিরিক্ত সময়ে মারিও গোৎসের একমাত্র গোলে শিরোপা জয় করে নেয় জার্মানি। বঞ্চিত হন মেসি। ৮ বছর পর কাতার বিশ্বকাপে বিধাতা আর নিরাশ করলেন না এই ফুটবল জাদুকরকে। ৩৬ বছর দীর্ঘ অপেক্ষার পর আবারও শ্রেষ্ঠত্ব ফিরে পায় আর্জেন্টিনা। ২০২২ সালে ১৮ ডিসেম্বর নিজেদের ইতিহাসের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা। মেসির হাতে শোভা পেয়ে বিশ্বকাপটাই যেন পরিপূর্ণতা পায়।

যদিও সিনেমার চেয়ে বেশি নাটকীয়তায় পরিপূর্ণ ছিল কাতার বিশ্বকাপের ফাইনাল। ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জয় করে নেয় আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত সময় এবং অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় ছিল ৩-৩ সমতা।

নাটকের শেষ চিত্রনাট্য ছিল, শেষ মুহূর্তে ফ্রান্সের বদলি ফুটবলার কোলো মুয়ানির নিশ্চিত গোল বঞ্চিত হওয়া। পোস্টের সামনে বল পেয়ে জোরালো শট নেন তিনি। বল চলে যাচ্ছিলো আর্জেন্টিনার জালে। উপায় না দেখে গোলরক্ষক মার্টিনেজ চার হাত-পা ছড়িয়ে দিলেন। মুয়ানির শট করা বল মার্টিনেজের পায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।

সেই আসরে লিওনেল মেসি করেছিলেন মোট ৭ গোল। তবে একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে দ্বিতীয়বার টুর্নামেন্ট সেরা গোল্ডেন বলের পুরস্কারও ওঠে তার হাতে। এমিলিয়ানো মার্টিনেজ জেতেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। আর হ্যাটট্রিকসহ ৮ গোল করা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে জেতেন গোল্টেন বুটের পুরস্কার।

Header Ad
Header Ad

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।

তিনি বলেন,বিকেল সোয়া ৪টার দিকে কড়াইল বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যানজটের কারণে রাস্তায় আটকে আছে।

আগুনের সূত্রপাত এবং হাতাহাতের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

বিস্তারিত আসছে.....

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দুই বছর আজ
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জোবায়েরপন্থিদের
অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে ছিটকে পড়ল 'বলী’
অনুমোদন পাওয়া ভেন্যু বাতিল, অনিশ্চয়তায় ফোক ফেস্ট
প্রতিবেশী রাষ্ট্র ভারত নিজেদের প্রভু মনে করে: রিজভী
গঠন হচ্ছে ‌‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’
যশোরের শার্শা সীমান্ত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
ইজতেমা ময়দান এলাকায় ১৪৪ ধারা জারি
পূর্বাচলের লেক থেকে সুজানার পর বন্ধু কাব্যের মরদেহ উদ্ধার
আজকের এই দিনে মুক্তির স্বাদ পান নওগাঁবাসী
বঙ্গভবনে হারানো মোবাইল ফিরে পেলেন মির্জা আব্বাস
স্পিরিট অব জুলাই কনসার্ট: টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
কথা রাখেনি সাদপন্থীরা: হাসনাত আবদুল্লাহ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইমাম-মুয়াজ্জিন নিহত
গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা মাইকেল চাকমার
মেট্রোরেলে একক যাত্রায় চালু হচ্ছে কাগজের টিকিট
আবারও বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র