পুষ্পা টু’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়ি, নিহত ১ (ভিডিও)
ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ারে হায়দরাবাদে ভয়াবহ হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। বুধবার, আরটিসি এক্স রোডে ছাদখোলা গাড়িতে ছবির প্রচারণা করতে আসেন নায়ক। প্রিয় নায়ককে একনজর দেখতে শত শত ভক্ত ভিড় জমায়। এই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে, চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরও অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থলের একাধিক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হুড়োহুড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে। অনেককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর- টাইমস অফ ইন্ডিয়ার।
এদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে আসার কথা ছিল সুপারস্টার আল্লু অর্জুনের। নায়কের আসার খবরে প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। প্রিয় তারকা আসতেই তাকে দেখতে ছুটে যান তারা। এরপরই শুরু হয় হট্টগোল। পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান একজন। আহত হয়েছেন নায়কের একাধিক ভক্ত।
আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু’ নিয়ে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। প্রেক্ষাগৃহে ভোর ৩ টায় সিনেমার শো দেওয়া হয়েছে। দর্শকদের চাপ ও টিকিট বিক্রির কারণেই শো’র সংখ্যা বাড়ানো হয়েছে।
WATCH | Telangana: Actor Allu Arjun arrives at Sandhya theatre in Hyderabad for the premiere show of his film &39;Pushpa 2: The Rule&39;. pic.twitter.com/Pkzra7Y1ja
— ANI (ANI) December 4, 2024
দীর্ঘদিন ধরেই শিরোনামে ছিল তেলেগু ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী ছবি 'পুষ্পা দ্য রাইজ'। দক্ষিণ ভারত তো বটেই, প্রায় গোটা দেশেই ঝড় তুলেছে এই ছবি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একযোগে ভারতের সকল ইন্ডাস্ট্রিতে মুক্তি পাবে ‘পুষ্পা টু’। তার আগেই ঘটলো দুর্ঘটনা।