‘শাহরুখের জন্য আমাকে ২০ বছর অপেক্ষা করতে হয়েছে’
ছবি: সংগৃহীত
‘ডাঙ্কি’ সিনেমায় প্রথম বারের মতো জুটি বেঁধে কাজ করেছেন শাহরুখ খান ও নির্মাতা রাজকুমার হিরানি। তবে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শাহরুখের জন্য ২০ বছর অপেক্ষা করতে হয়েছে তাকে।
হিরানি এমন একজন পরিচালক, যার ক্যারিয়ারে ব্যর্থতা বলতে কিছু নেই। কিন্তু তার একটাই আক্ষেপ ছিল, শাহরুখ খানের সঙ্গে কাজ করতে না পারাটা। অবশেষে সেই স্বপ্নও পূরণ হলো হিরানির। তবে সেটার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ২০ বছর।
এ প্রসঙ্গে হিরানি বলেন, আমি যখন একটি ফিল্ম স্কুলে পড়াশোনা করতাম। তখন যেকোনো চলচ্চিত্র নির্মাতার জন্য প্রথম চলচ্চিত্র নির্মাণের বিষয়টি বড় ধরনের সংগ্রামের ব্যাপার। আমরা কোনো প্রযোজক পাব কি না? ভালো অভিনেতা মিলবে কি না? এসব ভাবনা থাকতো। আমাদের একটা কমন রুম ছিল, যেখানে সব ছাত্ররা টেলিভিশন দেখতো।
নির্মাতা আরও বলেন, আমি ‘সার্কাস’ নামক একটি সিরিয়াল দেখেছিলাম। আমার এখনও মনে আছে, একটি দৃশ্যে একজন অভিনেতা অভিনয় করেছিলেন। আমি জানতাম না তিনি কে। কিন্তু আমি তার অভিনয় ভীষণ পছন্দ করতাম। সে সময় আমি নিজেকে বলেছিলাম যে, আমি ফিল্ম স্কুল থেকে পাস করার পরে তার সঙ্গে যোগাযোগ করব এবং তাকে নিয়ে একটি সিনেমা করব।
কিন্তু ফিল্ম ইনস্টিটিউট থেকে স্নাতক হতে আমার দুই বছর লেগেছিল এবং ততক্ষণে একজন বিশাল তারকা বনে গেছেন শাহরুখ খান। আর তাই তার সঙ্গে এক সিনেমায় কাজ করতে আমার ২০ বছর অপেক্ষা করতে হয়েছে।
জানা গেছে, হিরানির অপেক্ষা এতোটা দীর্ঘ হতো না যদি শাহরুখ এর আগে হিরানির দেওয়া প্রস্তাব গ্রহণ করতেন। হিরানির প্রথম চলচ্চিত্র ‘মুন্না ভাই এমবিবিএস’ এবং ‘থ্রি ইডিয়টস’ সিনেমার প্রস্তাব সর্বপ্রথম শাহরুখ খানের কাছেই গিয়েছিল।
তবে সেই সব সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন শাহরুখ। অবশেষে হিরানির পরিচালনায় ‘ডাঙ্কি’ সিনেমায় অভিনয় করলেন বলিউডের এই বাদশাহ। মুক্তির পরপরই দর্শক ও সমালোচকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি।
সূত্র : নিউজ ১৮