বাবা হারালেন মহেশ বাবু
বাবা হারালেন তেলুগু সিনেমার সুপারস্টার মহেশ বাবু। তার বাবা ছিলেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি তারকা গট্টামানেনি শিব রামা কৃষ্ণমূর্তি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর ৪টার দিকে মারা যান মহেশ বাবুর বাবা। ক'দিন ধরেই শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না তার। সোমবার হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয় গট্টামানেনি শিব রামা কৃষ্ণমূর্তিকে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখার কথা বললেও এক দিন কাটতে না কাটতেই প্রয়াত হন তিনি। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এমন খবর জানিয়েছে।
মহেশ বাবুর বাবা ছিলেন একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেতা। ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পদ্মভূষণ সম্মানও পেয়েছেন প্রয়াত এই কিংবদন্তি। শুধু অভিনয় নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন মহেশ বাবুর বাবা। ১৯৮০ সালে কংগ্রেসে যোগ দেন, পরে সংসদ সদস্যও হন। কিন্তু রাজীব গান্ধীর মৃত্যুর পর রাজনীতি থেকে বিদায় নেন তিনি।
প্রথম স্ত্রী ইন্দিরার প্রয়াণের পর দ্বিতীয় স্ত্রী নির্মলা ২০১৯ সালে মারা গেলে শোকস্তব্ধ হয়ে পড়েন তিনি। তারপর জানুয়ারিতে মহেশ বাবুর বড় দাদা রমেশ বাবু প্রয়াত হন। একের পর এক প্রিয়জন হারিয়ে শোকে জর্জরিত মহেশ বাবুর পরিবার।
এএম/এসজি