বিমানবন্দরে আটক শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান বিমানবন্দরে আটক হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) দুবাই থেকে ফেরার পর মুম্বাই বিমানবন্দরে আটক করা হয় তাকে।
শাহরুখ খানের কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কাভার ছিল। এ জন্য তাকে আটক করেন শুল্ক দপ্তরের কর্মকর্তারা। এমন খবর প্রকাশ করেছেন ভারতের আনন্দবাজার পত্রিকা।
সংবাদমাধ্যমটির খবরে জানা যায়, আটকের পর ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া পান তিনি। শাহরুখ ও তার ম্যানেজার পূজা দাদলানিকে আটক করা হয় বহুমূল্য সামগ্রী থাকার কারণে। বিমানবন্দরেই আটক থাকেন কিং খানের বডিগার্ড ও টিমের অন্যান্য সদস্যরাও। এমনিতেই তার দামি ঘড়ি পরার শখ সুবিদিত। তার সংগ্রহে দেশ-বিদেশের বহু দামি ঘড়িও রয়েছে। সূত্রের খবর, এ বারও তেমনই কিছু সামগ্রী ছিল শাহরুখের কাছে।
জানা গেছে, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শনিবার ফিরছিলেন। ছাড়া পেয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন এ অভিনেতা।
এএম/আরএ/
