আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন : শাহরুখ খান
শাহরুখ খান বলেছেন, ‘আমার বাবা ছিলেন ভারতের সবচেয়ে কম বয়সী স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা।’
তিনি আরো জানিয়েছেন, ‘স্বাধীনতা বিষয়ে তিনি আমাকে শিক্ষা দিয়েছেন।’
শাহরুখ এই কথাগুলো বলেছেন বাবাকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারে।
বাবা চলে গেলেন ক্যান্সারে আক্রান্ত হয়ে, তখন তার ছেলের বয়স মোটে ১৫।
শাহরুখ বিস্তারিত বলেছেন, ‘আমার বাবার নাম তাজ মোহাম্মদ খান। তিনি উপনিবেশিক ভারতবর্ষে (ব্রিটিশদের ২শ বছরের গোলামীর সময়) একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি মোটে ১৫ বছর বয়সে ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন।’
নিজের জীবনের শ্রেষ্ঠতম সংগ্রাম থেকে ছেলেকে দেশের স্বাধীনতাকে সম্মান করতে শিক্ষা দিয়ে গিয়েছেন বাবা।
তার বাবা তাজ মোহাম্মদ খান পাকিস্তানের পেশোয়ারের মুসলমান পরিবারের মানুষ। তিনি ভারতের এই অংশে চলে এসেছেন।
তবে তার মা দীর্ঘজীবন পেয়েছেন, ছেলের নাম, যশ খ্যাতি ও সম্মান এবং বিত্তের অংশীদার হয়েছেন।
শাহরুখ খানের মায়ের নাম লতিফ ফাতেমা খান। তিনি ছেলেকে ন্যাশনাল স্কুল অব ড্রামাতে ভর্তি করেছেন।
তার মা মারা গিয়েছেন ১৯৯০ সালে দীর্ঘকালের অবসাদ সহ্য করে।
শাহরুখ খানের এই বিশেষ সাক্ষাৎকার বাবা ও মাকে নিয়ে গ্রহণ করেছেন সাংবাদিক ফরিদা জালাল।
তাকে শাহরুখ খান বলেছেন, ‘আমার পরিবার বিশেষত বাবার মাধ্যমে আমাদের পরিবারে আমরা তখন মানে স্বাধীনতার আগে, আগে, দেশের রাজনীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ছিলাম। বাবা জেনারেল শাহ নওয়াজের মতো মানুষের সঙ্গে সম্পর্কিত ছিলেন।’
জেনারেল শাহ নওয়াজ খান একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ৬৯ বছর বয়সে ১৯৮৩ সালে মারা গিয়েছেন।
তিনি ব্যাপকভাবে নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শে ও বক্তৃতামালায় উদ্দীপ্ত ছিলেন ও তার ‘ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি’র একজন অফিসার হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছেন।
ভারতকে স্বাধীন করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেতাজীর সশস্ত্র বাহিনীতে উত্তর-পূর্বে যুদ্ধ করেছেন।
তাদের নেতৃত্ব দিয়েছেন জাপানিরা।
তিনি ১৯৪৪ সালের ডিসেম্বরে কামান্ডার নিযুক্ত হয়েছেন প্রথম ডিভিশনের।
যুদ্ধের পর ব্রিটিশ বাহিনী তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে একটি উন্মুক্ত কোর্ট মাশালের মাধ্যমে প্রাণদন্ডে দন্ডিত করেছে। তবে নানা ঘটনা প্রবাহে তার ঘটেনি। এরপর তিনি অহিংসার পথে চলে আসেন ও জাতীয় কংগ্রেসে যোগ দেন। ১৯৫২ সালের প্রথম লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর মিরাট থেকে তিনি ১৯৫১ সালে নির্বাচিত হয়েছেন। আরো তিনবার সংসদ সদস্য হয়েছেন।
তাজ মোহাম্মদ খানের এই গরীব ছেলেটি তার বাবার কথা মনে রেখেছেন।
শাহরুখ খান বলেছেন, “আব্বা আমাকে বলতেন, ‘এই দুষ্টু বালক এদিকে আসো। একটি গাধার ছেলে হয়ে তুমি নায়কের মতো ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছো?”
‘তুমি কখনো কোনো কিছুর বিনিময়েই নিজের স্বাধীনতাকে দিয়ে দেবে না’-ছেলে শাহরুখকে আজীবনের উপদেশ দিয়েছেন বাবা ভারতের মুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ খান।
‘আমরা তোমাকে এই স্বাধীনতা দিয়েছি বলে তোমার সবসময় অক্ষুন্ন রাখা উচিৎ’, বলেছেন তিনি।
‘এই জায়গায়, আমি সত্যিকারভাবে ভাবতে অভ্যস্থ যে, তিনি বিদেশী শাসন, নিয়মকানুন বা তাদের জীবনের যা কিছুর প্রেক্ষিতে বলেছিলেন স্বাধীনতার মানে, আজীবন লালন করে ও পালন করে; আমার বড় হবার পর আরো মনে হয়, আমার বাবা স্বাধীনতাকে তার এবং আমাদের জীবনের দারিদ্রতার ক্ষেত্রে বুঝিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধার দু:খ, দুর্দশার দিকে গিয়েছিলেন।”
শাহরুখ খানকে আগামী বছর তার নতুন ছবিতে দেখা যাবে। নাম ‘পাঠান’। তার সঙ্গে চতুর্থ সিনেমার নায়িকা দিপীকা পাড়ুকোন। আছেন জন আব্রাহামও।
তিনি আরো আসছেন পরিচালক আটলি কুমারের ‘জওয়ান’, রাজকুমার হিরানির ‘ডাংকি ইন দি পাইপ লাইন’ ছবিতে।
ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘পদশ্রী’তে ভূষিত ৫৬ বছরের সিনেমা অভিনেতা, প্রযোজক শাহরুখ খানকে বিশ্বের সবাই চেনেন। তাকে বিশ্বের সবচেয়ে সফল সিনেমা অভিনেতার একজন মনে করা হয়।
ওএফএস।