শ্রেণিকক্ষে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা
করোনা মহামারির মধ্যে দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।
বুধবার (২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর নানা বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ১৮ মাস পর বিদ্যালয়ে ফিরতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত, আনন্দিত।
রাজধানীর বি কে আফতাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে ঢাকাপ্রকাশের প্রতিবেদকের কাছে তাদের অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থীরা। প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রীরা। অনেক দিন বন্ধ থাকার পর বিদ্যালয়ে আসার সুযোগ পেয়ে তারা খুবই খুশি।
সুমন হোসেন নামে এক শিক্ষার্থী বলে, অনেকদিন পর ক্লাসে এসে আমরা আমাদের সহপাঠীদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমরা আমাদের প্রিয় স্কুলকে খুব মিস করেছি, সহপাঠী ও শিক্ষকদের মিস করেছি। এখন থেকে প্রতিদিন ক্লাস করতে পারব স্কুলে আসতে পারব তাই ভালো লাগছে।
চতুর্থ শ্রেণির ছাত্র আলিফ হোসেন ফাহিম বলে, আমাদের ক্লাস দুপুর ১২টা থেকে কিন্তু দীর্ঘদিন পর স্কুল খুলছে তাই অনেক আগে স্কুলে চলে এসেছি। এখন সহপাঠীদের সঙ্গে বসে কথা বলছি এবং ক্লাসের জন্য অপেক্ষা করছি। আমরা স্কুল খুলে দেওয়ায় অনেক খুশি।
বি কে আফতাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সুলতানা ঢাকাপ্রকাশকে বলেন, ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য দুই শিফটের রুটিন চলমান। এখন প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে পাঠদান শুরু করা হয়েছে, দ্বিতীয় শিফটে অন্যান্য শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস চলবে। সরকারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন থেকে প্রতিদিন একই সময়ে পাঠদান শুরু করা হবে।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। পরে এ ছুটি ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। ১ মার্চ শবে মিরাজ হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয় ২ মার্চ থেকে।
এমএইচ/এসএন