কলেজের নতুন শিক্ষার্থীদের বেতন মার্চ থেকে
২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের মাসিক বেতন চলতি বছরের মার্চ মাস থেকে গ্রহণের জন্য কলেজগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বোর্ড বলছে, ভর্তি নীতিমালা অনুসারে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের বেতন মার্চ মাস থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোনো কলেজ এ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা ঢাকা বোর্ড থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২১ অনুসরণ করে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাসিক বেতন মার্চ মাস থেকে কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন মার্চ মাস থেকে গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হলো। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উক্ত আদেশ অমান্য করার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি ১৯ থেকে শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা।
একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে গত ৮ জানুয়ারি শুরু হয়ে চলে ২৩ জানুয়ারি পর্যন্ত।
এর আগে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয় ৩০ ডিসেম্বর ২০২১। উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী।
এপি/