সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গণভবন ছেড়ে হাসিনার পালানোর ঘটনা পাঠ্যবইয়ে

ছবিঃ সংগৃহীত

জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চালু করা শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের কারিকুলাম পুনঃপ্রবর্তন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিভিন্ন শ্রেণির বইয়ে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের নানা ঘটনা, ছবি, কার্টুন ও অন্যান্য বিষয়।

নতুন কারিকুলামের পাঠ্যবইয়ে উল্লেখ করা হয়েছে, ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি পরদিন বঙ্গবন্ধুর পক্ষে আরও একবার সেই ঘোষণাপত্র ইথার তরঙ্গে ভেসে এসেছিলো মেজর জিয়াউর রহমানের কণ্ঠে।

শেখ হাসিনা সরকারের পতনের সময় গণভবন ছেড়ে ভারতে পালানোর ঘটনাও নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে। শিক্ষাবর্ষের শুরুতে ১লা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেয়া হয়।

পাঠ্যবইয়ে শেখ হাসিনা সরকারের পতনের গল্প তুলে ধরা হয়েছে এভাবে,

‘সেদিন ৫ আগস্ট ২০২৪, ৩৬শে জুলাই। বাংলাদেশের ক্যালেন্ডার জুলাইতে থেমে গেছে। শুধু দেশ নয় সারা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আন্দোলনকারী ছাত্র-জনতা এক দফা দাবি পেশ করেছে। সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে। ঘেরাও করবে গণভবন। মূলোৎপাটন করবে শাসনক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী শাসককে। কারফিউ উপেক্ষা করে ঢাকার উত্তরার পথে মানুষের দেখা মিলল। যাত্রাবাড়ীর দিকে মানুষ জড়ো হতে থাকল ধীরে ধীরে। নামল মানুষের ঢল। জনতা গণভবনে পৌঁছে যায় দুপুর নাগাদ। পতন অত্যাসন্ন টের পেয়ে স্বৈরাচার সরকারপ্রধান পালিয়ে যান দেশ ছেড়ে।’

বইয়ের সেই অধ্যায়টিতে আরও বলা হয়, ২০২৪ সালের শুরুতে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরকার। উঠে আসে হাসিনা সরকার উৎখাতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ- মাদরাসা শিক্ষার্থীদের অবদানের কথাও।

সেখানে উল্লেখ করা হয়, সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার পর আন্দোলন কর্মসূচি গতি হারাতে পারতো। কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদরাসাশিক্ষার্থীরা তখন ব্যাপকভাবে এগিয়ে আসেন।

‘আমাদের নতুন গৌরবগাঁথা’ নামের অধ্যায়টিতে উঠে এসেছে আওয়ামী লীগের আমলের দীর্ঘ দুঃশাসনের কথাও। সামান্য দাবির কারণে নির্বিচারের নির্যাতন আর গুম-খুন করা হয়েছে- বলে উল্লেখ করা হয়েছে এতে। যুক্ত করা হয়েছে বছরের পর বছর ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুট হওয়ার কথাও।

আরও বলা হয়েছে, সাবেক সরকারের দানবীয় শাসন চালানোর জন্য প্রধান অবলম্বন ছিল মুক্তিযুদ্ধের গল্প। কিন্তু লোকে দেখল, হাজার সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে। জাল সনদ সংগ্রহ করে চাকরির সুবিধা নিয়েছে অনেকে। সরকার সব অনিয়ম-অবৈধতাকে ঢেকে দিতে চেয়েছে অবকাঠামোগত ‘উন্নয়নের গল্প’ দিয়ে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি।

Header Ad
Header Ad

এবার সুখবর দিলেন মিথিলা

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিনের একাকিত্ব কাটিয়ে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৪ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।

তাহসানের নতুন জীবনের এই খবর প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তার সাবেক স্ত্রী, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই এবার এলো সুখবর। কিন্তু কী সেই সুখবর?

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এ তারকা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। জানান, কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরেই কাজ শুরু করবেন।

নাটকটির বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি। এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’ ও ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামাগুলোর বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন অভিনেত্রী মিথিলা।

এ ব্যাপারে অভি জানান, ‘ডটস’-এর সঙ্গে রয়েছেন মিথিলা। ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’র বহুল প্রত্যাশিত বাংলা ডাবে উগ্র এবং শক্তিশালী ড. ইউন মিউং জু’র চরিত্রে কণ্ঠ দেবেন তিনি।

অভিনেত্রী মিথিলা বলেন, এর আগে নিজের সিনেমায় নিজের অভিনীত চরিত্রে ডাবিং করেছি। কাজটি করতে ভীষণ ভালো লাগে, এক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। তবে কখনো অন্য কারও জন্য ডাবিং করিনি আমি। এ জন্য এই কোরিয়ান ড্রামায় ডাবিং করা আমার জন্য হবে নতুন এক অভিজ্ঞতা। কারণ, ভয়েস আর্টিস্টদের কাজ মোটেও সহজ নয়। এখানে শুধু সংলাপ বললেই হয় না। ঠোঁট মেলানো, চরিত্রের বৈশিষ্ট্য ও ইমোশন কণ্ঠে ধারণ করতে হয়।

প্রসঙ্গত মিথিলা বর্তমানে দেশের বাইরে থাকলেও দেশে ফিরেই ডাবিংয়ের কাজে যোগ দেবেন। বাংলা ভাষায় কোরিয়ান ড্রামার এই যাত্রা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলবে বলেই আশা করা যাচ্ছে।

Header Ad
Header Ad

মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত

ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে আট নিরাপত্তারক্ষী এবং একজন চালক নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে বস্তার অঞ্চলের কুট্রু এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

এর আগে একই দিন, ছত্তিশগড়ের আবুজমাড় অঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি অভিযানে পাঁচজন মাওবাদী নিহত হয়। যাদের মধ্যে দুইজন নারী ছিলেন। অভিযানে একে-৪৭ ও সেলফ-লোডিং রাইফেলসহ স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই অভিযান শেষে ফেরার পথে মাওবাদীরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এই হামলা চালায়।

নিহত আট নিরাপত্তারক্ষী জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্য ছিলেন। মাওবাদী দমন অভিযানের জন্য বিশেষভাবে গঠিত এই ইউনিট রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার মূল স্তম্ভ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলে বিশাল একটি গর্ত সৃষ্টি হয়।

মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী সম্প্রতি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই অঞ্চলে বিদ্রোহীদের কোণঠাসা করার প্রক্রিয়া চলমান। তবে, এই হামলাকে বিদ্রোহীদের মরিয়া প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

বিজেপি সাংসদ মহেশ কাশ্যপ এই হামলাকে ভীরুতাপূর্ণ বলে আখ্যায়িত করে বলেন, আমাদের জওয়ানরা মাওবাদীদের নির্মূল করছে। তাই তারা হতাশ হয়ে এই দুঃখজনক হামলা চালিয়েছে। আমি নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমাদের সরকার ২০২৬ সালের মধ্যে বস্তারকে মাওবাদীমুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের জওয়ানদের হত্যার প্রতিশোধ নেবো।

Header Ad
Header Ad

মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?

মেজর (অব.) শরিফুল হক ডালিম। ছবি: সংগৃহীত

মেজর (অব.) শরিফুল হক ডালিম মুক্তিযুদ্ধের সময় সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধকালীন অভিজ্ঞতার সাক্ষী তাঁর শরীরে বিদ্যমান চিহ্ন। সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি বিশেষ লাইভ টকশোতে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসে নিজের জীবন, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তিনি।

লাইভ চলাকালে মেজর ডালিম জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি বেশ কয়েকবার গুরুতর আহত হয়েছিলেন। তিনি বলেন, “আমি যুদ্ধের সময় তিন-চারবার আহত হয়েছি। তার একটা নিদর্শন আমার হাতের অবস্থা দেখো।” কথাগুলো বলার পর তিনি তাঁর বাম হাত দেখান, যেখানে একটি আঙুল নেই। যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার কারণেই এই আঙুলটি হারাতে হয় তাঁকে।

তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় শুধু আঙুল হারানোই নয়, শরীরের আরও বেশ কয়েক জায়গায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এই আঘাতের চিহ্ন তাঁর সাহসী যুদ্ধজীবনের সাক্ষ্য বহন করে।

এছাড়াও, লাইভের এক পর্যায়ে তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ের নানা ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, “স্বাধীনতার জন্য যুদ্ধে লড়াই করাটা ছিল আমাদের জন্য গর্বের। আমি জানি, আমার শরীরের প্রতিটি আঘাত শুধু ব্যথার চিহ্ন নয়, বরং এটি আমাদের জাতির স্বাধীনতার জন্য আমার দেওয়া ত্যাগের প্রতীক।”

এই সাক্ষাৎকারে মেজর ডালিম ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানসহ মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও তাঁর মতামত তুলে ধরেন। তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন ত্যাগ এবং সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতির গভীর প্রতিফলন পাওয়া যায়।

এই আঙুল হারানোর ঘটনাটি কেবল তাঁর যুদ্ধকালীন ত্যাগের উদাহরণ নয়, বরং এটি তাঁর জীবনের এক অনন্য অধ্যায়, যা মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর সাহসিকতার পরিচয় বহন করে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এবার সুখবর দিলেন মিথিলা
মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?
উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়
আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা
হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়
একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত
চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি
হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে আসিফ নজরুল
কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার
২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল
গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা
লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের
ডিবি অফিসে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
৫ আগষ্টের পর খুলনার আ: লীগের নেতাদের বাড়ীগুলো হয়ে গেছে ভূতের বাড়ী
অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন
জান্নাতি ফল ডালিম খাওয়ার যত উপকারিতা