মৃত্যুর এক সপ্তাহ পর বিসিএসের ফল, প্রশাসন ক্যাডারে ২৮তম হলেন পল্লব
পল্লব বসু বাপ্পি। ছবি: সংগৃহীত
গত ২০ ডিসেম্বর বন্ধু-সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল পল্লব বসু বাপ্পি। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিলে মৃত্যুর কোলে ঢলে পড়েন পল্লব। এ ঘটনার এক সপ্তাহ পর এবার পল্লবের জন্য কাঁদছেন নেটিজেনরাও।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রশাসন ক্যাডারে ২৮তম হয়েছেন পল্লব বসু বাপ্পী, যা আরও পীড়া দিচ্ছে পল্লবের শুভাকাঙ্ক্ষীদের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তার পরিচিতজনরা। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে।
জানা গেছে, পল্লব ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ পেয়ে ভোলার লালমোহনের শাহবাজপুর কলেজে অর্থনীতি বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন। ৪১তম বিসিএসে ফুড ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি। সবশেষ ৪৩তম বিসিএসে এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তবে ফল প্রকাশের পূর্বেই না ফেরার দেশে পাড়ি জমান পল্লব।
পল্লবের সহকর্মীরা জানান, পল্লব খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সেখান থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্নাতকোত্তর শেষ করেন। গত ২০ ডিসেম্বর ব্যাডমিন্টন খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পল্লব বসুর প্রশাসন ক্যাডারে ২৮তম হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তার সহকর্মী রহিম রানা। ফেসবুকের পোস্টে তিনি লিখেছেন, আমাদের পল্লব বসু বাপ্পি ৪৩তম বিসিএসে অ্যাডমিন ক্যাডারে ২৮তম হয়েছে। তার রেজাল্ট দেখে আমাদের বুকটা ফেটে যাচ্ছে।
ফলাফল ও পল্লবের ছবি দিয়ে বানানো একটি ফটো কার্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে লেখা হয়েছে, ‘মৃত্যু কতই না নিকটবর্তী...। সপ্তাহখানেক আগেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করা পল্লব বসু (খুবি অর্থনীতি ১৪তম ব্যাচ) ৪১তম বিসিএস থেকে খাদ্য ক্যাডার এবং আজ ৪৩তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে ২৮তম হয়েছেন।’