রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | ২৫ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নারীর শিক্ষা-অগ্রযাত্রায় ইডেন কলেজের অবদান অনস্বীকার্য: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাক্রমে আমাদের সন্তানরা এগিয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বৈষম্যেরও সুযোগ নেই। এ শিক্ষাক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলা হবে। অথচ একটি পক্ষ না জেনে-বুঝে এ শিক্ষাক্রমের বিরোধিতা করে যাচ্ছে।

ইডেন মহিলা কলেজের ১৫০ বছরপূর্তি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল। বিশেষ কারণে তিনি আসতে না পারায় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, বাংলা অঞ্চলের নারীদের শিক্ষা, অগ্রযাত্রা ও ক্ষমতায়নে ইডেন কলেজের অবদান অনস্বীকার্য। ১৮৭৩ সালে এ কলেজের যাত্রা শুরু। বহু জায়গা ঘুরে ১৮ একরের ক্যাম্পাসটি আজকে ইডেন কলেজ নামে পরিচিতি লাভ করেছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান অনেক। বাংলা অঞ্চলের নারীর শিক্ষা, অগ্রযাত্রা ও ক্ষমতায়নে এ কলেজটির অবদান অনস্বীকার্য।

জমকালো আয়োজনে চলছে ইডেন কলেজের সার্ধশতবর্ষ উদযাপন

শিক্ষামন্ত্রী বলেন, ইডেন কলেজের উজ্জ্বলতম সাবেক শিক্ষার্থী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সকালে এ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে মোবাইলে শুভেচ্ছা জানিয়েছেন। আজকে বাংলাদেশ বিশ্বে নারীর ক্ষমতায়নে যে রোল মডেল, তার পেছনে এ শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী শেখ হাসিনার অবদানও অনস্বীকার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানে কলেজের ১৮ জন আলোকিত প্রাক্তনীকে উত্তরীয় পরিয়ে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।

এদিকে, সার্ধ-শতবর্ষ উপলক্ষে এদিন ইডেন কলেজে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Header Ad

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন যারা

ছবি : ঢাকাপ্রকাশ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তারা শপথ নেবেন। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সংখ্যা ২৬-এ উন্নীত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত নাম প্রকাশ করেননি। এদিকে বঙ্গভবন প্রেস উইং থেকে পাঠানো সূচিতে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানের উল্লেখ থাকলেও শপথ গ্রহণকারীদের নাম প্রকাশ করা হয়নি।

বিশ্বস্ত সূত্র মতে, নতুন পাঁচজন উপদেষ্টার মধ্যে থাকছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. সায়েদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং পুলিশের সাবেক আইজিপি খোদা বকশ।

উল্লেখ্য, ডা. সায়েদুর রহমান বিএসএমএমইউ-তে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন গত ২৭ আগস্ট। তিনি একজন সুপরিচিত চিকিৎসক। আর মোস্তফা সরয়ার ফারুকী দেশের চলচ্চিত্র জগতের অগ্রণী পরিচালক এবং শিল্পী হিসেবে সুপরিচিত।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র অনুযায়ী, নতুন উপদেষ্টাদের নিয়োগের পর বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্বে পরিবর্তন আসতে পারে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যবিশিষ্ট একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। গত ১৭ আগস্ট আরও চারজন উপদেষ্টা শপথ নেন, যার ফলে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ায় ২১ জন। নতুন পাঁচজন যোগ হলে এ সংখ্যা হবে ২৬।

Header Ad

শিশু মুনতাহার নির্মম হত্যাকাণ্ড: গৃহশিক্ষিকা ও পরিবারের সদস্যসহ ছয়জন গ্রেপ্তার

শিশু মুনতাহার নির্মম হত্যাকাণ্ড: গৃহশিক্ষিকা ও পরিবারের সদস্যসহ ছয়জন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলায় নিখোঁজের সাত দিন পর মাটি চাপা দেওয়া অবস্থায় শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুনতাহার গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়া, তার মা আলিফজান বিবি ও নানি কুতুবজান বিবিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও আরও তিনজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) ভোররাতে স্থানীয়রা মুনতাহার মরদেহ মাটি থেকে তুলে পাশের পুকুরে ফেলার সময় গৃহশিক্ষিকার মাকে হাতেনাতে ধরে ফেলে। মুনতাহার মরদেহটি উদ্ধার করার সময় গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়। নিহত মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের বাসিন্দা শামীম আহমদের কন্যা।

কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার জানিয়েছেন, গত ৩ নভেম্বর সন্ধ্যায় মুনতাহা একটি আপেল খেতে খেতে গৃহশিক্ষিকা মার্জিয়ার ঘরে প্রবেশ করলে মার্জিয়া তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মার্জিয়া ও তার মা আলিফজান মরদেহটি বাড়ির পেছনের নর্দমায় ফেলে দেয়।

শনিবার রাতে গৃহশিক্ষিকা মার্জিয়াকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে রাতের বেলায় স্থানীয়রা তল্লাশি চালিয়ে মরদেহটির খোঁজ পায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, মুনতাহার নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ তৎপর ছিল তবে কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। মার্জিয়ার বাড়ির আশপাশে মাটি খোঁড়া দেখতে পেয়ে সন্দেহ আরও দৃঢ় হয়।

স্থানীয়দের ধারণা, হত্যাকারীরা প্রথমে মাটিতে পুঁতে রেখে মরদেহ লুকানোর চেষ্টা করে এবং পরে মুনতাহার চাচার বাড়ির পুকুরে ফেলে বিষয়টি ভিন্ন দিকে প্রবাহিত করতে চেয়েছিল। মুনতাহার পরিবারসহ স্থানীয়দের সাথে মার্জিয়ার পরিবারের পূর্ব বিরোধ ছিল বলে জানা গেছে।

মুনতাহা নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। দেশ-বিদেশ থেকে অনেকে তার সন্ধান দাতার জন্য পুরস্কার ঘোষণা করেন। কয়েকজন প্রবাসী মুনতাহার সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। এছাড়া, সিলেটের নারী সমাজকর্মী ফারমিস আক্তার মুনতাহার সন্ধান দাতার জন্য একটি স্বর্ণের চেইন পুরস্কার ঘোষণা করেছিলেন।

অবশেষে স্থানীয়দের তৎপরতায় পুলিশের সহায়তায় মুনতাহার মরদেহ উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার সম্ভব হয়েছে।

Header Ad

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

ছবি: সংগৃহীত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে এমবিবিএস ভর্তি পরীক্ষা এবং ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা।

এর আগে, এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু শবেবরাত, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই তারিখ থেকে সরে আসে। পরবর্তীতে ১৭ জানুয়ারি এমবিবিএস এবং ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, গত ২৯ অক্টোবর অভ্যন্তরীণ এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

Header Ad

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন যারা
শিশু মুনতাহার নির্মম হত্যাকাণ্ড: গৃহশিক্ষিকা ও পরিবারের সদস্যসহ ছয়জন গ্রেপ্তার
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন: সন্ধ্যায় শপথ গ্রহণ
ঠিকানায় মার্কিন নির্বাচন বিশ্লেষণ: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন পথে?
এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান : উপদেষ্টা আসিফ মাহমুদ
ঢাকা মহানগরে সব পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ দিলো বিএনপি
ভারতে বিএসএফ হাতে গ্রেপ্তার রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
শহীদ নূর হোসেন দিবসে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
ফের পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন
আসিফ নজরুলকে হেনস্থাকারী সেই আ.লীগ নেতা শ্যামলের বাড়ি টাঙ্গাইল, শাস্তি চায় এলাকাবাসী
পলাতকদের ফেরাতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করছে সরকার
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে মির্জা ফখরুলের বাণী
ট্রাম্পের ছবি নিয়ে হাসিনার নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেপ্তার
গলায় রশি পেঁচানো অবস্থায় নিখোঁজ মুনতাহার মরদেহ মিলল পুকুরে
আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
আজ শহীদ নূর হোসেন দিবস
গাজায় ইসরায়েলি হামলায় ১ দিনে আরও ৪৪ ফিলিস্তিনি নিহত
আ.লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা