আট বিভাগীয় কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (খ ইউনিট) অনুষদের ভর্তি পরীক্ষা ঢাবিসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া ওই পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাবির কলা ভবন কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধাক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান' ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ সংশ্লিষ্টরা কলা ভবনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
জানা গেছে, ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদে অংশ নেয় ১ লাখ ২২ হাজার ৮৮৫ জন। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়লেন ৪২ জন ভর্তিচ্ছু।
এদিকে, মেধাস্কোরের ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা শিক্ষার্থীদের পৃথক মেধাতালিকা তৈরি করা হবে। চলতি শিক্ষাবর্ষে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের মধ্যে মানবিকের ১ হাজার ৭ শত ৪৪টি, বিজ্ঞান বিভাগের ৯ শত ৮টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ২ শত ৮২টি আসন বরাদ্দ রয়েছে।
গত বছরে ন্যায় এবারও একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়।
এমএমএ/