কৃতিদের বৃত্তি দিলো রাজশাহীর বাগমারা উপজেলা শিক্ষা উন্নয়ন সমিতি

লেখা ও ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বাগমারা উপজেলা শিক্ষা উন্নয়ন সমিতি’র নবীনবরণ, প্রবীণ বিদায় ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর, শনিবার, বিকেলে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
উপজেলার নবীন শিক্ষার্থীদের ফুলের তোড়া উপহার দিয়ে বরণ ও বিদায়ীদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, ‘আমি এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গুণে ও মানের দিক থেকে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় রাজশাহী। এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে। যারা বাগমারা উপজেলা থেকে এ ক্যাম্পাসে পড়ালেখা করার সুযোগ লাভ করেছো মেধা ও যোগ্যতায় উত্তীণ হয়ে, আমার বাগমারার এই ছেলেমেয়েরা অবশ্যই মেধাবী ও কৃতি। আমি আশা করি, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে বাংলাদেশ ও বিশ্বে ভালো অবস্থানে যাবে।’
ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি আরো বলেছেন, ‘আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাগমারা উপজেলার শিক্ষা উন্নয়ন সমিতিকে ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানটি আয়োজনে।’
নবীনসহ সব শিক্ষার্থীকে সভাপ্রধান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘আমাদের অনুষ্ঠানে উপস্থিত বাগমারা উপজেলার শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি, সাধারণ শিক্ষার্থী, পাশ করা প্রবীণ সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমারও খুব ভালো লাগছে বাগমারা উপজেলার শিক্ষা উন্নয়ন সমিতি এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে বলে। আমাদের গর্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি.কে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো বলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমাদের নবীনদের বলব, তোমরা প্রত্যেকে ভালোভাবে পড়ালেখা করবে জীবনে বড় হতে। শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবে।’
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বাগমারা উপজেলা শিক্ষা উন্নয়ন সমিতির পক্ষে পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন উপস্থাপকের ভূমিকা পালন করেছেন।
সভাপতিত্ব করেছেন সমিতির উপদেষ্টা, জনসংখ্যা বিজ্ঞান ও মানব সম্পদ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল।
ওএফএস।
