আদিবাসী কোটায় সাধারণ শিক্ষার্থী ভর্তি বন্ধের দাবি
ছবি : সংগৃহীত
তিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফলে আদিবাসী কোটায় সাধারণ শিক্ষার্থী ভর্তি না করার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
বুধবার (২৪ নভেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ তিন বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফলে আদিবাসী কোটা ও রাখাইন কোটায় ভর্তির মেধাতালিকায় আদিবাসী নয় এমন শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন।
এই ফলাফলে গভীর উদ্বেগ প্রকাশ করে আদিবাসী নয় এমন শিক্ষার্থীদের ভর্তি বন্ধের দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তির সময়ও আদিবাসী কোটায় সাধারণ শিক্ষার্থী ভর্তি বন্ধের দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে আদিবাসী কোটায় মোট ১৮টি এবং চুয়েটে রাখাইন সম্প্রদায় কোটায় একটি সংরক্ষিত আসনের উল্লেখ রয়েছে। আদিবাসী কোটায় চুয়েটে ১০টি, কুয়েটে চারটি এবং রুয়েটে চারটি আসন সংরক্ষিত রয়েছে। সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, আদিবাসী কোটায় সংরক্ষিত ১৮টি আসনের বিপরীতে আদিবাসী কোটায় মোট ১১জন এবং রাখাইন সম্প্রদায় কোটায় ১১জন মেধাতালিকায় এসেছেন। ভর্তি পরীক্ষার ফলাফলে ’ক’ গ্রুপে ৩৭ জন ও ’খ’ গ্রুপে পাঁচ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
কোটার মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে ’ক’ গ্রুপে মেধাক্রম ১-১৮ পর্যন্ত ও ’খ’ গ্রুপে মেধাক্রম ১-৫ পর্যন্ত ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ৫ ডিসেম্বর ২০২১ তারিখে ভর্তির জন্য সনদপত্র জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। এতে দেখা যাচ্ছে আদিবাসী কোটায় অন্য শিক্ষার্থীরাও ভর্তিরসুযোগ পেয়ে যাচ্ছে।
অবিলম্বে অন্য শিক্ষার্থীদের ভর্তির তালিকা থেকে বাদ দিয়ে আদিবাসী শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্বাচিত করে তালিকা প্রকাশ করার জোর দাবি জানায় সংগঠনটি। একইসাথে আদিবাসী কোটায় অন্যরা কিভাবে স্থানপায় সে বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন সুলতানা কামাল, রামেন্দু মজুমদার, অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ ২৫ বিশিষ্ট নাগরিক।
এএস/এমএমএ/