বুধবার, ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আমাদের এখনো ৪ মাসের রিজার্ভ আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

ছবি: ঢাকাপ্রকাশ

আইএমএফ-এর নিয়ম অনুযায়ী আমাদের ৩ মাসের রিজার্ভ থাকাই যথেষ্ট। আমাদের এখনো সাড়ে ৪ মাসের রিজার্ভ আছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

গতকাল (শনিবার, ১ জুন) বিকালে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন- আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা যদি বেশি করে রেমিট্যান্স পাঠান। রপ্তানি আয় যদি আরেকটু বাড়ে তাহলে আমরা অনেক এগিয়ে যাবো। সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমাদের যে আমদানি রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ ফুলফিল করার জন্য আমাদের বিদেশি সরাসরি বিনিয়োগ দরকার। আমরা অনেক দেশ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। তারা বিনিয়োগ করলে আমরা অনেকটা চাপ মুক্তভাবে কাজ করতে পারব।

আলুর দাম বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন, বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, আঞ্চলিক কার্যালয় বিসিক পরিচালক ও উপসচিব ড. আলমগীর হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল বিসিক-এর সহকারী মহাব্যবস্থাপক শাহনাছ বেগম প্রমুখ।

 

Header Ad

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

ছবি: সংগৃহীত

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব। সাধারণ প্যাকেজ ৫ লাখ ২৩ হাজার এবং বিশেষ প্যাকেজ ৬ লাখ ৯৯ হাজার টাকা।

বুধবার রাজধানীর প্রেসক্লাবে হজ এজেন্সি মালিকদের পক্ষ থেকে ২০২৫ সালের হজ প্যাকেজের ঘোষণা দেয়া হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা, আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।

ঘোষণাকালে হজ এজেন্সির প্রতিনিধিরা বলেন, এ বছরের প্যাকেজগুলোতে উন্নত সেবা ও সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

Header Ad

ভারতে পালানোর সময় বেনাপোলে ভোলার যুবলীগ নেতা আটক

ভারতে পালানোর সময় ভোলার সদর থানার যুবলীগ সভাপতি আটক। ছবি: ঢাকাপ্রকাশ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাজউদ্দীন (৫৩) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন সদর থানা ও ৭ নম্বর বোরহান উদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে।

আটক তাজউদ্দীন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলা নম্বর-০৪, তারিখ, ০২/১০/২০২৪। মামলার ধারা- ১৪৩/৪৪৮/৩৪১/৩৪২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/১০৯/১১৪/৫০৬(২) দণ্ডবিধি মোতাবেক তাকে আটক করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজউদ্দীনের নিজ এলাকা ভোলায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে বিস্ফোরক মামলার একজন এজাহার ভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। এবং সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে।ভোলার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ হস্তান্তর করবেন।

Header Ad

রিপাবলিকান পার্টির 'নতুন তারকা' ইলন মাস্ক: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির 'নতুন তারকা' হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে নির্বাচনী প্রচারণায় দেশটির ধনকুবেররা ছিলেন মরিয়া। ইলন মাস্ক শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন। তার এমন সমর্থনের প্রতিদান দিতে ভোলেননি সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির "নতুন তারকা" হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার প্রচারের প্রধান একটি অংশ হয়ে উঠেছেন এক্স মালিক এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার এই সমর্থনের জন্য তার প্রতি কৃতজ্ঞ। এছাড়াও ট্রাম্প তাকে এক "বিস্ময়কর" মানুষ হিসাবে উল্লেখ করেছেন।

এর আগে তিনি এটিকে একটি দুর্দান্ত বিজয় বলে মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। যা আমাদের আমেরিকাকে আবার মহান করতে সহায়তা করবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা
ভারতে পালানোর সময় বেনাপোলে ভোলার যুবলীগ নেতা আটক
রিপাবলিকান পার্টির 'নতুন তারকা' ইলন মাস্ক: ট্রাম্প
ঢাকায় রাস্তা ও ফুটপাতে দোকান বসানোর নিষেধাজ্ঞা: চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস
যুক্তরাষ্ট্রের নির্বাচনে টানা চতুর্থবার জয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী
‘তাপস যদি বিপথগামী হয়েই থাকে তার জন্য শেখ হাসিনা দায়ী’
আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ
ধানমন্ডি থেকে আমির হোসেন আমু গ্রেপ্তার
নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প
সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
১৭ বছর পর আবারও শুরু হচ্ছে আফ্রো-এশিয়া কাপ
যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই: দেবপ্রিয় ভট্টাচার্য
খোদ ইউনিয়ন পরিষদে বসে মাদক বিক্রি, ইউপি চেয়ারম্যান আটক
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩
২৩০ ইলেক্টোরাল ভোটে জিতে এগিয়ে ট্রাম্প, কমলার ২১০
বুয়েটে চাকরির সুযোগ, নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত
প্রেমের টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক
প্রথম ওয়ানডেতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ