নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বাড়ায় নীতিমালা প্রণয়নের দাবি
নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। এমন অবস্থায় চলমান কাজের মূল্য সমন্বয় এবং নতুন রেট সিডিউল কার্যকর করতে একটি মূল্য সংশোধন সেল গঠন করে চুক্তিবদ্ধ নির্মাণ প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে একটি সুনির্দিষ্ট সুপারিশ ও নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ঠিকাদার ঐক্য পরিষদ।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে মতবিনিময় সভায় এই দাবি জানায় বাংলাদেশ ঠিকাদার ঐক্য পরিষদ। রবিবার (২৬ জুন) আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষেএ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঠিকাদার ঐক্য পরিষদের নেতারা বলেন, বিগত এক বছরের অধিক সময় ধরে নির্মাণ প্রকল্পের মূল উপকরণ যেমন-লৌহ ও লৌহজাতীয় দ্রব্য, সিমেন্ট, পাথর, ইট, বিটুমিন, ডিজেল, অ্যালুমিনিয়াম, বিল্ডিং ফিনিশিং আইটেম দ্রব্যাদিসহ এ খাতের প্রায় সকল প্রকার নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিক ও লাগামহীনভাবে বৃদ্ধি পেয়ে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে প্রতিটন রডের বর্তমান মূল্য ৯০ হাজার থেকে ৯৫ হাজার টাকা হয়েছে। যা ২০২১ সালের মার্চ মাসে ছিল ৫৫-৬০ হাজার টাকা। অর্থ্যাৎ শতকরা বৃদ্ধির হার ৬০ শতাংশ এর অধিক। পানি সরবরাহ, পয়নিষ্কাশন, বৈদ্যুতিক সামগ্রী, ইলেক্ট্রো ম্যাকানিক্যাল দ্রব্যের মূল্যও ৪০-৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমন পরিস্থিতিতে প্রকল্পের অগ্রগতিতে অতি মন্থরতা দেখা দিয়েছে, বাস্তব অগ্রগতি খুবই হাতাশাব্যঞ্জক। কাজের স্বাভাবিক অগ্রগতি অর্জিত না হওয়ার ফলে ঠিকাদাররা বিল পাচ্ছেন না। ফলে গৃহীত ব্যাংক ঋণ পরিশোধ করাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ঠিকাদারের আর্থিক সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। নির্মাণ সামগ্রীর সীমাহীন অসহনীয় উর্ধ্বগতিতে ঠিকাদাররা মারাত্মকভাবে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ঠিকাদার নেতারা বলেন, বর্তমানে দেশের সড়ক, মহাসড়ক, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন সুউচ্চ ভবনের কাজ প্রায় বন্ধ। ঠিকাদাররা ব্যাংক ঋণ পরিশোধ করতে না পেরে দেউলিয়া হয়ে যাচ্ছে। সে কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলোও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ঠিকাদার ঐক্য পরিষদের সভাপতি রফিক আহমেদ, সাধারণ সম্পাদক ম. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির (বাসি) ডিরেক্টর হাসান মাহমুদ বাবু, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. বশির আহমেদ, সম্রাট এন্টারপ্রাইজের মোয়াজ্জেম হোসেনসহ দেশের নামকরা ঠিকাদারি কোম্পানির স্বত্বাধিকারী ও মনোনীত প্রতিনিধিরা।
জেডএ/