রবিবার থেকে‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির পণ্য বিক্রি শুরু
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে আগামী রবিবার (২০ মার্চ) থেকে। ঢাকা সিটি করপোরেশনের বাইরে সারা দেশে একযোগে চলবে এই কার্যক্রম। মঙ্গলবার (১৫ মার্চ) টিসিবি থেকে এই তথ্য জানানো হয়েছে।
টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি, দুই কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি পেঁয়াজের প্যাকেট দেওয়া হবে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী এককোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করবে টিসিবি। তবে ছোলার দাম এখনও নির্ধারণ করা হয়নি।
প্রত্যেক কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফায় পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য ২০ মার্চ থেকে দেওয়া শুরু হবে। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।
উল্লেখ্য, করোনাকালে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। কয়েক মাস থেকে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্নবিত্তের মানুষ একেবারে অসহায় হয়ে পড়েছেন। তাই রাজধানীসহ বিভাগ পর্যায়ে টিসিবির কম দামের পণ্য দেওয়া হলে তারা হুমড়ি খেয়ে পড়ছেন। সরকার সারা দেশে এবার দেওয়ার ব্যবস্থা করেছে। যা টিসিবির মাধ্যমে দেওয়া হবে টিসিবির পণ্য।
জেডএ/