লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: শিল্পসচিব
ছবি : সংগৃহিত
শিল্প সচিব জাকিয়া সুলতানা দেশীয় লবণ চাষিরা যেন লবণের ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
উৎপাদন থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সকল পর্যায়ে লবণের ন্যায্য মূল্যের পাশাপাশি গুণগত মান নিশ্চিতকরণে শিল্প মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (২২ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে লবণ চাষী ও লবণ মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইতোমধ্যে আয়োডিনযুক্ত লবণ আইন ২০২১ জাতীয় সংসদে পাস হয়েছে। জাতীয় লবণ নীতি ২০২১-এর খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সভায় বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শিল্প সচিব বলেন, ‘চাহিদার বিপরীতে উৎপাদনের পরিমাণ কম হওয়ায় প্রাথমিকভাবে ৩ লাখ ১৬ মেট্রিকটন লবণ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।’
উৎপাদন খরচ হ্রাসে প্রকৃত লবণ চাষীদের মাঝে জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রয়োজনে অধিগ্রহণপূর্বক জমি বরাদ্দের উদ্যোগ নিতে বিসিকের প্রতি আহবান জানান। মানসম্পন্ন এবং অধিক পরিমাণ লবণ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তিনি।
জেডএ/এমএমএ