বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

দেশের অগ্রগতি অব্যাহত রাখতে পাশে থাকবে কমনওয়েলথ

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার পরেও যাতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকে সেজন্য বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথ।

রবিবার (২৩ জানুয়ারি) এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের বাণিজ্যিক সংগঠন কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল-(সিডব্লিউইআইসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ সামান্থা কোহেন। রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি গতিশীল হয়েছে। কিন্তু এখনো বৈশ্বিক উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ সুবিধা সম্পর্কে জানেন না। তাই এফবিসিসিআই সরকারের ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ উদ্যোগের প্রচারের জন্য কমনওয়েলথ দেশগুলির বেসরকারি খাতের সাথে সংযোগ স্থাপনে আগ্রহী।

এ বছরের শেষদিকে কমনওয়েলথের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে জানান সিডব্লিউইআইসি’র প্রধান নির্বাহী সামান্থা কোহেন।

কমনওয়েলথভুক্ত দেশগুলোতে রপ্তানি বাড়ানো, বাজার অন্বেষণ, দক্ষ জনবল তৈরি এবং উদ্ভাবন সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তরসহ অবকাঠামোতে বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ এবং দেশের সম্ভাব্য ক্ষেত্রগুলিকে শক্তিশালী করার জন্য প্রযুক্তিগত সহায়তা নিয়েও কথা বলেন এফবিসিসিআই সভাপতি।

এ সময় সিডব্লিউইআইসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ অন্যান্য সম্ভাবনাময় দেশগুলোর মূলধারার বাজারে বাংলাদেশ পণ্যে প্রবেশের ব্যাপারে সহায়তা করবে তার সংগঠন।

উল্লেখ্য, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল এর কৌশলগত অংশীদার এফবিসিসিআই। একইসঙ্গে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন সিডব্লিউইআইসি’র উপদেষ্টা বোর্ডের অন্যতম সদস্য।

জেডএ/এমএমএ/

 

Header Ad
Header Ad

কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে কারাগার থেকেই দেশবাসীকে সতর্ক করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, “কোনও অবস্থাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করা যাবে না।” একইসঙ্গে সতর্ক করে দেন যে, “মোদী প্রতিশোধ নিতে পারেন” এবং পাকিস্তানকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

কারাবন্দি ইমরানের সঙ্গে দেখা করে বেরিয়ে তার বোন আলিমা খান এ বার্তা গণমাধ্যমের কাছে তুলে ধরেন। এরপর সাবেক প্রধানমন্ত্রীর বার্তাটি প্রকাশ করা হয় তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে। তবে কারাবন্দি থাকায় ইমরান সরাসরি এক্স হ্যান্ডলটি পরিচালনা করতে পারছেন না।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন–এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বলেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও প্রস্তুতি জরুরি। পাকিস্তানকে এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ মোদী প্রতিশোধ নেবেনই।”

সাবেক এই প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে আরও বলেন, “এই দেশ আমার, সেনাবাহিনীও আমার-এ কথা আমি সবসময় বলে এসেছি। আমাদের বীর সেনারা আকাশপথে এবং স্থলপথে মোদীকে পরাস্ত করেছে।”

ভারতের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে ইমরান খান বলেন, “ভারত সাধারণ নাগরিকদের লক্ষ্য করে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এতে বহু সাধারণ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের পাশে আছি।”

তিনি আরও যোগ করেন, “পাকিস্তান বিমান বাহিনী (পিএএএফ) অসাধারণ দক্ষতায় জবাব দিয়েছে।”

সাবেক প্রধানমন্ত্রী কারাগারে থাকলেও তার রাজনৈতিক অবস্থান ও বার্তাগুলোর মাধ্যমে প্রমাণ করছেন, তিনি এখনো দেশ ও জাতির স্বার্থে সক্রিয় এবং সতর্ক।

Header Ad
Header Ad

এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোগনা

ছবি: সংগৃহীত

একটি ট্রফির জন্য ৫১ বছরের অপেক্ষা- এ সময়ের মধ্যে প্রজন্ম বদলেছে, বদলেছে ফুটবলের ধরনও। তবে বোলোগনা যেন এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পিছু হটেনি একবারও। অবশেষে সেই অপেক্ষারই অবসান ঘটল রোমের অলিম্পিক স্টেডিয়ামে, যেখানে কোপা ইতালিয়া ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বোলোগনা।

বুধবার (১৪ মে) রাতে অনুষ্ঠিত ফাইনালে বোলোগনার জয় মানেই শুধুই একটি শিরোপা জেতা নয়, বরং এটি এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। ১৯৭৩-৭৪ মৌসুমে সর্বশেষ ইতালিয়ান কাপ জিতেছিল দলটি। এরপর পেরিয়ে গেছে পুরো পাঁচ দশক, ১৮,০০০ দিনেরও বেশি সময়!

প্রথমার্ধ থেকেই খেলায় আধিপত্য ছিল বোলোগনার। বল দখলের দিক থেকে তারা এগিয়ে ছিল এবং একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণকে চাপে রাখে। যদিও গোলের দেখা মেলেনি প্রথম ৪৫ মিনিটে।

তবে দ্বিতীয়ার্ধেই আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যাচের ৫৩তম মিনিটে দুর্দান্ত এক পাসিং মুভমেন্ট থেকে গোল করেন ড্যানিএল এনদোয়ে। এই একমাত্র গোলটিই শেষ পর্যন্ত নির্ধারণ করে শিরোপার ভাগ্য।

মিলান চেষ্টা করলেও ঘুরে দাঁড়াতে পারেনি। আক্রমণে ধারহীনতা, ভুল পাস আর ফিনিশিং দুর্বলতায় হার মানে রোসোনেরিরা।

এই ম্যাচটি মিলানের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সিরি আয় এবারের মৌসুমে তাদের পারফরম্যান্স হতাশাজনক। দুই রাউন্ড বাকি থাকতে তারা ৬০ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার আশা টিকিয়ে রাখতে হলে এই ফাইনাল জয় ছিল তাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু শিরোপা হাতছাড়া হওয়ায়, সেই স্বপ্নও এখন অনেকটাই ফিকে।

এই জয় বোলোগনার জন্য কেবল একটি ট্রফি জেতা নয়, এটি ছিল আত্মবিশ্বাসের পুনর্জাগরণ, ক্লাব ইতিহাসে নতুন অধ্যায় লেখা। সিরি আ-তে একসময় সাতবারের চ্যাম্পিয়ন হলেও, সাম্প্রতিক দশকগুলোতে তারা রয়ে গেছে মাঝারিমানের দলে। কিন্তু এবার সেই হিসাব পাল্টাতে শুরু করেছে তারা।

Header Ad
Header Ad

সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে প্রাণ গেল বিজিবি সদস্যের

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে রিয়াদ হোসেন (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও চার বিজিবি সদস্য ও এক আনসার সদস্য।

বুধবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী-ধর্মপুর সীমান্ত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর আগে রাত ১১টা থেকে ওই অঞ্চলে শুরু হয় তীব্র বজ্রঝড়।

মৃত রিয়াদ হোসেন জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপিতে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। তাদের মধ্যে গুরুতর আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি তিনজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “দাঁতভাঙ্গা বিওপির টহল দল রাত্রিকালীন দায়িত্ব পালন করছিল। আকস্মিক বজ্রপাতের ঘটনায় একজন সদস্য প্রাণ হারান এবং কয়েকজন আহত হন। দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।”

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম বলেন, “রিয়াদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।”

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “ঘটনাটি দুঃখজনক। বিজিবির একটি টহল দল দায়িত্ব পালনকালে আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয়। এ ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত করা হয়েছে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান খান
এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোগনা
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে প্রাণ গেল বিজিবি সদস্যের
সোহরাওয়ার্দী উদ্যানে ভাসমান দোকান উচ্ছেদ
অভিনেতা মিশাকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল
দ্বিতীয় দিনেও রাজপথে জবি শিক্ষার্থীরা, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন
ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক, ভিডিও ভাইরাল
ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০
রংপুরের পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আমরা ভারতের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: শেহবাজ শরিফ
পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ নার্সিং শিক্ষার্থীরা, শাহবাগে যান চলাচল শুরু
অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান, পাবেন চাকরিও
বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান!
বিজিবির অভিযানে মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ২
আ.লীগ সরকারের করা চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব: দুদক
আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ, বিসিবি জানে না কিছুই!
টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১২৯ জিডি