সূচকের উত্থান অব্যাহত দুই পুঁজিবাজারে
ডিএসই ওয়েবসাইট
দেশের দুই পুঁজিবাজারে গতকালের ধারা অব্যাহত রেখে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হলো আজ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সপ্তাহের তৃতীয় দিনে ডিএসই ও সিএসই ওয়েবসাইট বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৩ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক ১ শতাংশ।
আজ প্রধান মূল্য সূচক অবস্থান করছে ৬ হাজার ৭৪২ দশমিক ৬৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫২৩ দশমিক ৭৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩১ দশমিক ৪৭ পয়েন্টে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৮টি কোম্পানির ১৯ কোটি ৫২ লাখ ৮৩ হাজার ৮১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮৬টির, দর কমেছে ৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৭২ কোটি ৬০ লাখ ৪৭ হাজার টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৩৯ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার।
আজ সিএসইতে লেনদেন করেছে ৩০১টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ২০৫টির, দর কমেছে ৬০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৬টির।
টিটি/