‘ডিজিটাল ব্যাংকিংয়ে অগ্রগামী ভূমিকা পালন করছে সোনালী ব্যাংক’
ছবি : সংগৃহীত
সোনালী ব্যাংক ডিজিটালাইজড ব্যাংকিংয়ে অগ্রগামী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।
সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে আয়োজিত সোনালী ব্যাংক লিমিটেড এবং ট্রাষ্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের মধ্যে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের ব্যাংকিং খাতের সেবাকে আরও যুগোপযোগী করতে সোনালী ব্যাংকে সব ধরনের ডিজিটালাইজড সার্ভিস চালু করা হয়েছে।
তিনি বলেন, অন্যান্য ব্যাংকের পাশাপাশি সোনালী ব্যাংক গত দেড় বছরে বিভিন্ন ধরনের অনলাইন ব্যাংকিং সেবা চালু করেছে। যাতে গ্রাহকগণ করোনাকালীন এই দুর্যোগের সময় ব্যাংকে উপস্থিত না হয়ে তার কাঙ্খিত সেবা পেতে পারে।
সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে মহা ব্যবস্থাপক আবু সাঈদ এবং ট্রাষ্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের পক্ষে ভারপ্রাপ্ত চীফ এক্সিকিউটিভ অফিসার দেওয়ান নাজমুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, ট্রাষ্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের পরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএ/এএস/এমএমএ