ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট প্রত্যাহার হচ্ছে: অর্থমন্ত্রী
ভোজ্যতেলসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (১০ জুন) সরকারি ক্রয় কমিটিতে টিসিবির জন্য একাধিক নিত্যপ্রয়োজনীয় ক্রয়ের প্রস্তাব শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেছেন, ‘বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। কারণ রমজান মাসে এই তিন পণ্যের দাম বেশি বেড়ে যায়। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে সারাদেশের কম আয়ের এক কোটি পরিবারকে পণ্য পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে টিসিবির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। জিনিসের দাম সহনীয় রাখতে সেজন্য যেসব পণ্যের ওপর শুল্ক ছিল, সেগুলো তুলে নিয়েছি।’
কোনো কোনো পণ্যের শুল্ক প্রত্যাহার হয়েছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল, চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। মূলত রমজান মাসে যেসব পণ্য বেশি প্রয়োজন, সেসব পণ্যের শুল্ক প্রত্যাহার হয়েছে।’
অর্থমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. তৌহিদুল ইসলাম ঢাকাপ্রকাশকে জানান, ‘সয়াবিন তেলের আমদানির ওপর ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ মওকুফ করা হয়েছে। এই ভ্যাট আগেও ছিলো। কিন্তু দাম সহনীয় রাখতে এ নির্দেশনা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।’
জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে জানা যায়, নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের বিষয়ে এখনো প্রজ্ঞাপন হয়নি। এনবিআর থেকে এ–সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারি অনুমোদন প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সয়াবিন তেলের দাম নিয়ে সম্প্রতি দেশে নৈরাজ্য সৃষ্টি হলে বাজার সহনীয় রাখতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে তিন মাসের জন্য তেলে ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়। তা আমলে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোডে ভ্যাট প্রত্যাহারের জন্য চিঠি দেয়। বিভিন্নভাবে পর্যালোচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
ক্রয় কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) মেঘনা সুগার রিফাইন্ড লিমিটেড ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৭ হাজার টন করে মোট ১৪ হাজার টন চিনি সরাসরি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া টিসিবিকে সেনা কল্যাণ সংস্থার কাছ থেকে ২ হাজার টন ছোলা; মেসার্স ব্লু স্কাই এন্টারপ্রাইজের কাছ থেকে ৪ হাজার মেট্রিক টন এবং রুবি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৪ হাজার মেট্রিক টন মোট ১০ হাজার মেট্রিক টন ছোলা কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
টিসিবিকে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইজ সার্ভিসেস লিমিটেড, পরবো ইন্টারন্যাশনাল, মেসার্স রায় ট্রেডার্স, প্লানটেজিক ইনকরপোরেশন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও বসুমতী ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে মোট ১৯ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল সরাসরি অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়াও, টিসিবিকে সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুপার অয়েল রিফাইন্ড লিমিটেড, মেঘনা এডিবল অয়েলস রিফাইনারি লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড ও শুন শিং এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে থেকে মোট ১ কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল ২৮৭ কোটি ৫৪ লাখ ২৯ হাজার ৫৩৬ টাকায় সরাসরি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
জেডএ/