বুধবার, ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ঋণের নামে অর্থ আত্মসাত

ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব

ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব। ছবি: সংগৃহীত

ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তলবকৃত ব্যক্তিদের আগামী ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবিসহ অন্যান্য তথ্যাদি জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছে দুদক। বুধবার (৬ নভেম্বর) দুদক সূত্রে বিষয়টি জানা গেছে।

অভিযোগ রয়েছে, ইসলামী ব্যাংকের গ্রাহক মুরাদ এন্টারপ্রাইজ, চাকতাই শাখার গ্রাহক মুরাদ এন্টারপ্রাইজ, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাডেট সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসকে ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছে।

এ ক্ষেত্রে ঋণ প্রস্তাবনা, সুপারিশ, অনুমোদন, বিতরণ, পরিদর্শন ও মনিটরিংয়ের সঙ্গে জড়িত ২৩ কর্মকর্তাকে তলব করেছে দুদক।

যাদের তলব করা হয়েছে তারা হলেন- ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী ও ওমর ফারুক খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী, এ এ এম হাবিবুর রহমান, হাসনে আলম, আব্দুল জাব্বার, সিদ্দিকুর রহমান, কাজী মো. রেজাউল করীম, মিফতাহ উদ্দিন, এ এফ এম কামালুদ্দিন, মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, জেকিউএম হাবিবুল্লাহ।

এছাড়া তালিকায় আরও আছেন- মনিটরিং বিভাগের প্রধান এসভিপি খালেকুজ্জামান, একই বিভাগের এসএভিপি মোহম্মদ নজরুল ইসলাম, বিনিয়োগ কমিটির সদস্য মোহাম্মদ সাব্বির, রফিকুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আলী, ফরিদ উদ্দিন, সাইদ উল্লাহ, আবু সৈয়দ মোহম্মদ ইদ্রিস, আলতাফ হোসাইন ও গিয়াস উদ্দিন কাদের।

চিঠিতে উল্লিখিত ব্যক্তিদের দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে বিতরণকৃত ঋণের তথ্যসহ ব্যক্তিগত তথ্য এবং লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়েছে।

Header Ad

ছাত্রলীগ সভাপতির টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন

ছাত্রলীগ সভাপতির টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। এতে বিতর্কের মুখে পড়েন তিনি। এরপর তিনি সে অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) খালেদ মুহিউদ্দীন তার ফেসবুক পেজে সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দেন। তবে এ ঘোষণার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তীব্র প্রতিবাদ জানান।

শেষ পর্যন্ত খালেদ মুহিউদ্দীন তার নিজের ফেসবুক আইডি থেকে সে অনুষ্ঠান স্থগিতের কথা জানান।

 

তিনি লিখেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। একাধিক আইনজীবীর পরামর্শ মতে বাংলাদেশের দিক থেকে ছাত্রলীগের কারো বক্তব্য প্রচার আইনত ঠিক হবে না। এ বিবেচনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সভাপতির অনুষ্ঠানটি স্থগিত করা হল।

উল্লেখ্য, বুধবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক পেইজ ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ থেকে আগামী ৭ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় এই টকশোর ঘোষণা দেন তিনি। নিজের পেইজের পোস্টটিতে খালেদ মুহিউদ্দীন লিখেছেন, ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে মুখোমুখি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সঙ্গে থেকে দেখুন ও মন্তব্য করুন।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে টকশোতে আমন্ত্রণ, ক্ষেপলেন হাসনাত-সারজিস

তার এই ফেসবুক পোস্ট নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা সংগঠন ছাত্রলীগের সভাপতিকে ‘প্রমোট’ করার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ‘শহীদদের রক্তের সঙ্গে খালেদ মহীউদ্দীন বেইমানি করছেন’ বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম।

বুধবার (৬ নভেম্বর) নিজেদের ফেসবুক আইডিতে পৃথক পোস্টে এ বিষয়ে নিজেদের অবস্থান জানান এই দুই সমন্বয়ক।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, 'নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হলো।'

সারজিস আলম লেখেন, 'খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহিদের সঙ্গে বেইমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেইমানি।'

Header Ad

এনআইডি মহাপরিচালক মাহবুব আলম ওএসডি

এনআইডি মহাপরিচালক মাহবুব আলম ওএসডি। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের (এনআইডি) মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মাহবুব আলম তালুকদার ডিজি এনআইডি ও নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) অতিরিক্ত সচিবের চলতি দায়িত্ব পালন করছিলেন।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজকে ইসির অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Header Ad

পলিথিন বিরোধী অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (৬ নভেম্বর) সারাদেশে ৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১১৮ কেজি পলিথিন জব্দ করা হয়।

এদিকে, রাজধানীর নিউমার্কেট ও কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ২৩ কেজি পলিথিন জব্দ করা হয়।

অপরদিকে, আজ চট্টগ্রামের সার্কিট হাউসে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভায় পাহাড় কাটা, বন সংরক্ষণ, হাতি সংরক্ষণ, এবং পলিথিন/পলিপ্রোপাইলিন ব্যাগ ব্যবহার রোধে আলোচনা হয়। সভায় বিভাগীয় কমিশনার, প্রধান বন সংরক্ষক, জেলা প্রশাসক, চট্টগ্রামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শেষে আকবরশাহ এলাকার পাহাড় কাটা স্থান এবং সুপার মার্কেট পরিদর্শন করেন তিনি।

Header Ad

সর্বশেষ সংবাদ

ছাত্রলীগ সভাপতির টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন
এনআইডি মহাপরিচালক মাহবুব আলম ওএসডি
পলিথিন বিরোধী অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯
ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী
ট্রাম্পের দলেও ড. ইউনূসের বন্ধু আছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সবার আগে দেশ তারপর সেনাবাহিনী, শেষে নিজের স্বার্থ: মেজর জেনারেল মাসীহুর রহমান
শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য
ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
পাবনায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও হিরো আলম একই মামলায় আসামি
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে টকশোতে আমন্ত্রণ, ক্ষেপলেন হাসনাত-সারজিস
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বরখাস্ত: স্থলাভিষিক্ত হলেন ইসরায়েল কাটজ
পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জস ইংলিস
'বন্ধু' ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি
প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান
শুক্র ও শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: ৬টি গোডাউন সিলগালা ও জরিমানা