বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা জব্দ
বিজিবি'র রহনপুর ব্যাটালিয়নের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা বলেন, বিজিবি'র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানতে পারে, অত্র এলাকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। সেই সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৌবাজার অ্যাম্বুশ স্থানে অবস্থান নেয়।
অধিনায়ক বলেন, অ্যাম্বুশে থাকাকালীন রাত ১ টা ১৫ মিনিটের দিকে ৩ জন চোরাকারবারি ভারত হতে বাংলাদেশের দিকে আসতে থাকে। তারা টহলদলের নিকটবর্তী হওয়া মাত্র টহলদল তাদেরকে ধাওয়া করলে ১টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।
তিনি বলেন, তখন টহলদল উক্ত স্থান তল্লাশি করে ফেলে যাওয়া বস্তা হতে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
জব্দকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
কেএম/এএস