৭ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

ডাকাত কর্তৃক অপহৃত ৭ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি ঢাকা প্রকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার মুনিফ তকি বলেন, শনিবার ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর চর সাকুচী সংলগ্ন এলাকায় রাত ২টার দিকে একাধিক ইঞ্জিনচালিত কাঠের নৌকা থেকে ৭ জন জেলেকে একটি ডাকাতদল অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে।
তিনি আরও বলেন, এমন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়ার স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীর চর আতাউর এলাকা হতে অপহৃত জেলেদের উদ্ধার করতে সক্ষম হয়।
এ সময় অপহরণকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গহীন জঙ্গলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
কেএম/এমএমএ/
