পল্লবীতে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজধানীর পল্লবীর টেকেরবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো: সুজন ও রাজু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। পল্লবী থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পাই যে ওই দুই মাদক ব্যবসায়ী পল্লবীর ১২ নং সেকশনের টেকেরবাড়ী এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পল্লবী থানা পুলিশের একটি টিম এক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। তাদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/কেএফ/
