সার্টিফিকেট ও এনআইডি তৈরির প্রলোভন
প্রতারণার অভিযোগে ২ জন গ্রেপ্তার
তাদেরকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, নাঈম চৌধুরী ও আয়ান খান শান্ত। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি মোবাইল, কম্পিউটার, মনিটর ও প্রিন্টার জব্দ করা হয়।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা এসব তথ্য নিচ্শিত করেন।
তিনি বলেন, বিভিন্ন অনলাইন রুটিন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ফেসবুক গ্রুপ এবং পেইজ আমরা লক্ষ্য করি। যেসব পেইজে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিবিএ এবং এমবিএ সার্টিফিকেট প্রদান করবে বলে লোভনীয় পোস্ট প্রদান করে এবং আগ্রহীদের ইনবক্সে যোগাযোগ করতে বলে।
তিনি আরও বলেন, প্রতারক এই চক্রটি এক থেকে তিন ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনের কাজ করে দিবে এমন পোস্ট প্রদান করতো।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রথমে ওই ফেসবুক আইডিটি শনাক্ত করে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর নেত্রকোনা জেলা থেকে নাঈম ও শান্তকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।
তিনি বলেন, এ সময় তাদের হেফাজত থেকে ৩টি মোবাইল, কম্পিউটার, মনিটর ও প্রিন্টার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।