চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৪
গাইবান্ধার সাদুল্লাপুর থেকে ইজিবাইক ও ব্যাটারিচালিত গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সিআইডির সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
রবিবার রাতে সাদুল্লাপুর এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মিরু মিয়া, মো. লাজু মিয়া, মো. সাগর মণ্ডল ও বেলাল চৌধুরী।
বিশেষ পুলিশ সুপার মুক্তাধর জানান, গত ৭ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার মহাসড়কে ছিনতাইয়ের সময় ইজিবাইকচালক আব্দুল মজিদকে হত্যা করেন তারা। নিহত আবদুল মজিদ গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার কামরপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় মজিদের স্ত্রী স্থানীয় সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। এরপর সিআইডি ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মহাসড়কে যাত্রীবেশে ছিনতাই করে আসছে। আটক চারজনের নামে আগে থেকেই চুরির মামলা রয়েছে। গ্রেপ্তার মিরু মিয়া ও লাজু মিয়া ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় খোলাবাড়ি এলাকা থেকে আবদুল মজিদের ইজিবাইকে ওঠেন সাদুল্লাপুর বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে। বাসস্ট্যান্ডে যাওয়ার পর তাদের ইজিবাইক থেকে নেমে যাওয়ার কথা বললে তারা একটু পরে নামবে বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে তারা রাতে একবারপুর গ্রামের রয়েল মিয়ার পরিত্যক্ত ইটভাটার ভেতরে আবদুল মজিদকে নিয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যান। তারা বগুড়া সদর থানার কামারগাড়ি পুকুরপাড় মার্কেটে সাগর মণ্ডলের মেসার্স রাফি ভাঙারি দোকানে ১০ হাজার টাকায় ইজিবাইকটি বিক্রি করেন।
সুপার মুক্তাধর বলেন, এরপর একই থানার বেলাল চৌধুরীর নাফিস ট্রেডার্সের মবিল ব্যাটারির দোকানে নগদ ২০ হাজার ৭০০ টাকায় চীনের তৈরি পাওয়ার প্লাস ব্রান্ডের ১২ ভোল্টের পাঁচটি ব্যাটারি বিক্রি করে। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
কেএমএস/এসএন