ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে ৪ জন গ্রেপ্তার

ইজিবাইক ও ব্যাটারিচালিত গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডি।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিরু মিয়া, মো. লাজু মিয়া, মো. সাগর মন্ডল ও বেলাল চৌধুরী।
সিআইডি জানায়, গতকাল তাদের গাইবান্ধা জেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এক অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সিআইডির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তাধর এসব তথ্য জানান।
মুক্তাধর বলেন, গত ৭ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার মহাসড়কে ছিনতাইয়ের সময় ইজিবাইকচালক আব্দুল মজিদকে হত্যা করা হয়। এরপর মজিদের স্ত্রী স্থানীয় সাদুল্যাপুর থানায় মামলা দায়ের করেন।
বিশেষ পুলিশ সুপার মুক্তাধর বলেন, এ ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি জানতে পারে এ চক্রটি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মহাসড়কে যাত্রীবেশে ছিনতাই করে আসছে। আটককৃতদের চারজনের নামে চুরির মামলা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএইচ/টিটি
