ফেসবুকে ভুয়া আইডি খুলে অর্থ আত্মসাৎ, প্রতারক ধরা!
ফেসবুকে ভুয়া আইডি খুলে অসুস্থ ব্যক্তি ও শিশুর ছবি প্রচার করে সাধারণ মানুষের নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারককে গ্রেফতার করছে যশোর পিবিআই।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে যশোর জেলা ইউনিটের পিবিআই'র পুলিশ সুপার রেশমা শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
রেশমা বলেন, বুধবার (৯ ফেব্রুয়ারি) অভিযুক্ত শাহারিয়ার আজম আকাশকে আলমনগর এলাকায় অবস্থিত তার ফুফুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেপ্তার শাহারিয়ারের স্বীকারোক্তি মোতাবেক হামিদপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ল্যাপটপ উদ্ধার জব্দ করা হয়।
পিবিআই'র তথ্য মতে, যশোর জেলা ডিজিটাল সাইবার মনিটরিং টিমের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক মনিটরিং এর সময় বিকাশ ও নগদ নম্বর এবং ভিন্ন ভিন্ন গুরুতর অসুস্থ ব্যক্তি ও শিশুর ছবি প্রচার করে সাহায্যের জন্য টাকা পাঠানোর আবেদনের বিষয়টি নজরে আনে। বিভিন্ন ফেসবুক আইডি থেকে গুরুতর অসুস্থ ব্যক্তি ও শিশুর ছবি প্রচার করে প্রতারক।
যশোর পিবিআই জানায়, প্রতারক একই বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করে। এ বিষয়টি সন্দেহজনক মনে হলে পিবিআই ডিজিটাল ফরেনসিক ল্যাব ঢাকার সাহায্য নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে এ বিষয়টি প্রমাণিত হলে অভিযুক্ত শাহারিয়ার আজম আকাশকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা পিবিআই'র যশোর জেলার এসআই স্নেহাশিস দাশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানার একটি মামলা দায়ের করেন। এ মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে এবং এ মামলা তদন্তভার এসআই নূর জামালকে অর্পণ করা হয়।
জেলা পিবিআই'র পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত শাহারিয়ার আজম আকাশ একজন প্রতারক। সে নামে বেনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একাধিক আইডি খুলে নিজের পরিচয় গোপন রেখে ছদ্মবেশ কৌশলে প্রতারণা করে আসছিল। এবং সে বিভিন্ন রোগাক্রান্ত শিশু ও ব্যক্তির ছবি ব্যবহার করে দীর্ঘদিন যাবত মিথ্যা ও ভুয়া তথ্য ফেইসবুক ওয়েব সাইটে প্রচার ও প্রকাশ করে বিকাশ ও নগদ সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নেয়। অবশেষে পিবাআই'র হাতে প্রতারককে ধরা পড়তে হয়েছে। অভিযুক্ত আকাশকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএইচ/এএস