শত কোটি টাকা আত্মসাৎ
বিশ্ববাজার ডটকম ও বায়োটেকের দুই পরিচালকসহ গ্রেপ্তার ৮
ই-কমার্স প্রতিষ্ঠান খুলে গ্রাহকের ৯৪ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিশ্ববাজার ডটকম ও বায়োটেকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির দুই পরিচালকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই আটজনকে গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা নথিভুক্ত হয়।
সিআইডি জানায়, বিশেষ অভিযান চালিয়ে দারুস সালাম থানা এলাকায় বিশ্ববাজার ডটকম ও বায়োটেক কোম্পানীর অফিসসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- প্রতিষ্ঠানের পরিচালক মিজানুর রহমান শাহীন, আব্দুর রহমান বিডি মুন, পীরজাদা আরিফ বিন তাহের, অপু সরকার, গোলাম মোস্তফা, আলামিন, ইউসুফ হোসেন জুয়েল, জাহিদুল ইসলাম।
পলাতক রয়েছেন- প্রতিষ্ঠানের এমডি মো. আমিনুল কবির শিমুল, চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম, পরিচালক রানা, ইসমাইল হোসেন মনি, হামিদুর রহমান, মো. আরাফাত পাঠান।
এনএইচ/এসআইএইচ